পিতৃকালীনছুটি
শ্রম আইন ২০০৬ এর অধীনে পিতৃত্বকালীন ছুটির কোন বিধান নেই। তবে সন্তান জন্ম হওয়ার পরে, নতুন পিতারা ইচ্ছে প্রকাশ করলে নৈমিত্তিক ছুটির অধীনে ১০দিন ছুটি নিতে পারেন। একমাত্র ব্যতিক্রম হল যে চা বাগানের শ্রমিকদের জন্য এই বিধান প্রযোজ্য হবে না।
(শ্রম আইন ২০০৬ এর ধারা ১১৫)