Memorandum of Understanding between Milina Fashion Co. Ltd., Bangladesh Textile and Garments Workers League (BTGWL), and Industrial Police, 23rd June 2019
তারিখ-২৩/০৬/২০১৯ ইং
সমঝোতা চুক্তি
অদ্য ২৩/০৬/২০১৯ ইং তারিখে আর্থিক ও কর্মচারীর বকেয়া পাওনাদী নিয়ে সমস্যা দেখা দিলে উপস্থিত ইন্ডাস্টিয়াল পুলিশের প্রতিনিধি বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্প ও শ্রমিক লীগের সহ সভাপতি জনাবা মরিয়ম আক্তার এবং কারখানার মালিকসহ সকল শ্রমিক ও কর্মচারীদের উপস্থিতিতে সিদ্ধান্ত গৃহীত হলোঃ
সিদ্ধান্ত সমূহঃ
২। ২৪/০৬/২০১৯ ইং তারিখ হতে ৩০/০৬/২০১৯ ইং তারিখ পর্যন্ত কারখানা কার্যক্রম বন্ধ থাকিবে (সাময়িক)
৩। ০১/০৭/২০১৯ ইং তারিখে সকল কার্যক্রম চলিবে এবং সকল শ্রমিক কর্মচারীদেরকে উপস্থিত থাকিবে।
৪। কাজের অর্ডার যদি না পাওয়া যায় বা ০১/০৭/২০১৯ ইং তারিখ হতে কার্যক্রম চালানো সম্ভব না হলে আগামী ২৯/০৬/২০১৯ ইং তারিখের মধ্যে গেটে নোটিশের মাধ্যমে জানানো হবে। উক্ত তারিখেই শ্রমিক ও কর্মচারীদের জুন ২০১৯ ইং মাসের বকেয়া পাওনাদী পরিশোধের তারিখ জানিয়ে দেওয়া হবে।
মালিক পক্ষের স্বাক্ষর শ্রমিক সংগঠন ইন্ডাস্টিয়াল পুলিশের প্রতিনিধি
১। মোঃ সাজ্জাদ হোসেন ১। মরিয়ম আক্তার, BTGWL মাসুদ পুলিশ
২। মোঃ তুহিন মিয়া ২। সোনিয়া হোসেন, BTGWL
পরিচালক ৩। তাসলিমা
৪। ইব্রাহিম
৫।