Memorandum of Understanding between Creative Woolwear Ltd., Bangladesh Textile and Garments Workers League (BTGWL), and workers’ representatives, 20th January 2020
সমঝোতা চুক্তি
তারিখঃ ২০/০১/২০২০
অদ্য ২০/০১/২০২০ তারিখে শ্রমিক পক্ষ এবং মালিক পক্ষের প্রতিনিধি পরিচালক জনাব মোঃ আফরোজ আল মামুন এবং শ্রমিক সংগঠন বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিকলীগের সহ সভাপতি জনাবা মরিয়ম আক্তার ও সকল সেকশনের শ্রমিক কর্মচারীদের উপস্থিতিতে (বাংকিং সমস্যা ও পর্যাপ্ত অর্ডার না থাকার কারণে বেতন প্রদানে বিলম্ব হওয়ায় কারখানায় সৃষ্টি হওয়া সমস্যা সমাধানের জন্য) আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় দুই পক্ষের ঐক্যমতে সমঝোতার মাধ্যমে নিন্মোক্ত সিদ্ধান্তে উভয় পক্ষ উপনীত হয়-
১। জানুয়ারী, ২০২০ সাল থেকে এপ্রিল ২০২০ পর্যন্ত প্রোডাকশনের বেতন ১০ তারিখে Fixed বেতনে ১৭ তারিখে প্রদান করা হবে।
২। জানুয়ারী মাস থেকে কাজ না থাকায় পিট রেটের শ্রমিকদের Basic দেওয়া হবে।
৩। বর্তমানে কাজের পর্যাপ্ত অর্ডার না থাকায় মালিক কারখানা উন্নয়নের জন্য ২০২০ সালের এপ্রিল পর্যন্ত সময় চায়, শ্রমিকগণ কাখানার উন্নয়নের স্বার্থে তা মেনে নেয়।
৪। এপ্রিল ২০২০ সালের মধ্যে মালিক যদি কারখানার অগ্রগতি না করতে পারেন, সেক্ষেত্রে ১৫ দিন পূর্বে শ্রমিক ও শ্রমিক প্রতিনিধির সাথে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবেন।
৫। ফ্লোরের যে কোন সংবাদ/সিদ্ধান্ত সমূহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ অবগত থাকতে হবে, এককভাবে বিভ্রান্ত মূলক কোন সিদ্ধান্ত ফ্লোরে বলা যাবে না।
মালিকপক্ষের নাম ও স্বাক্ষর ফেডারেশনের নাম ও স্বাক্ষর শ্রমিক পক্ষের নাম ও স্বাক্ষর
১। ১। মরিয়ম আক্তার ১।
২। সহ সভাপতি, BTGWL ২।
৩। ২। ৩।
৪। ৩। ৪।
৫।
৬।
৭।
৮।
৯।
১০।
১১।
১২।
১৩।
১৪।
১৫।
১৬।
১৭।
১৮।
১৯।
২০।
২১।
২২।