Memorandum of Understanding between Alps Apparels Ltd., Bangladesh Textile and Garments Workers League (BTGWL), and Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA), 11th May 2020
১১ মে, ২০২০
সমঝোতা চুক্তি
আলপস এ্যাপারেলস লিঃ, রুপনগর, শিয়ালবাড়ী, মিরপুর, ঢাকা’র শ্রম সংক্রান্ত বিষয়ে ১১/০৫/২০২০ তারিখ বেলা ১২:০০ ঘটিকায় বিজিএমইএ অফিস, উত্তরা, ঢাকায় এক সমঝোতা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সমঝোতা সভায় সভাপতিত্ব করেন অ্যাডভোকেট মুনসুর খালেদ, সিনিয়র অতিরিক্ত সচিব (সিএমসি), বিজিএমইএ। সভায় আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ আবুল হোসেন সিঃ উপ-সচিব (সিএমসি) বিজিএমইএ। কারখানার পক্ষে উপস্থিত ছিলেন জনাব মোঃ রাকিব, ম্যানেজার (এইচ আর কমপ্লায়েন্স), জনাব মোঃ আনিছুর রহমান, এপিএম, আলপস্ এ্যাপারেলস লিঃ। শ্রমিক পক্ষের প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন মিসেস মরিয়ম আক্তার, সহ-সভাপতি, মোঃ রবিউল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ টেক্সটাইল এন্ড গার্মেন্টস ওয়ার্কার্স লীগ, জনাব মীর কবির হোসেন, জনাব আবুল কালাম আজাদ, গার্মেন্টস টেইলার্স ওয়ার্কার্স লীগ, জনাব রফিকুল ইসলাম রাজা, প্রগতিশীল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন, জনাব রুহুল আমীন ও কারখানার ১০ জন শ্রমিক।
বিস্তারিত আলাপ আরোচনা শেষে সর্ব সম্মতিক্রমে নিন্মলিখিত সিদ্ধান্ত সমূহ গৃহীত হয়ঃ
১। শ্রমিকদের এপ্রিল মাসের পে-অফ এর মজুরী আইনানুগভাবে প্রদান করা হবে।
৫। উপরোক্ত সুবিধাদি স্টাফদেরকেও প্রদান করা হবে।
৬। উপরোক্ত পাওনাদি কারখানা কর্তৃপক্ষ আগামী ১৪/০৫/২০২০ তারিখ বেলা ১:০০ ঘটিকায় বিজিএমইএ থেকে পরিশোধ করবেন।
কারখানার প্রতিনিধি শ্রমিক প্রতিনিধি বিজিএমইএ’র প্রতিনিধি
১। ১। মরিয়ম আক্তার ১। মুনসুর
সহঃ সভাপতি BTGWL ২।
২। রবিউল ইসলাম (সুজন)
৩।
৪। হোসেন
৫। ইমরান
৬।
৭।
৮।
৯।
১০