Bipartite Collective Bargaining Agreement between Bangladesh Finished Leather, Leathergoods and Footwear Exporters’ Association (BFLLFEA) and Tannery Workers’ Union, 28th
Ref N বিএফএলএলএফইএ/ট্যানারী ওয়ার্কস ইউনিয়ন/২০১২/৪৯৩ Date:২৮/০৪/২০১২
বিএফএলএলএফইএ- এর সকল সম্মানিত সদস্যবৃন্দদের জন্য।
বিষয়: বিএফএলএলএফইএ এবং ট্যানারী ওয়ার্কার্স ইউনিয়ন -এর মধ্যে স্বাক্ষরিত দ্বি-পক্ষীয় চুক্তিনামা প্রেরণ প্রসঙ্গে।
মহোদয়,
উপরোল্লিখিত বিষয়ের প্রতি সদয় দৃষ্টি আকর্ষণ পূর্বক জানানো যাচ্ছে যে, বিএফএলএলএফইএ এবং ট্যানারী ওয়ার্কার্স ইউনিয়ন-এর মধ্যে ০১ জানুয়ারী, ২০১২ হতে ৩১ শে ডিসেম্বর, ২০১৩ পর্যন্ত মেয়াদের জন্য স্বাক্ষরিত দ্বি-পাক্ষিক চুক্তিনামার একটি কপি আপনাদের সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এতদসঙ্গে প্রেরণ করা হলো।
ধন্যবাদান্তে,
আপনার বিশস্ত-
সংযুক্তঃ ৬ (ছয়) পৃষ্ঠা।
(মো: জয়নাল আবেদীন)
সচিব
বিএফএলএলএফইএ।
ফোন: ০১৭১৬৯৯০২১২
সদয় অবগতির জন্য অনুলিপি দেয়া হলো:-
১. সাধারণ সম্পাদক, ট্যানারী ওয়ার্কার্স ইউনিয়ন সদয় অবগতির জন্য উপরোক্ত চুক্তির এক কপি প্রেরণ করা হলো।
বাংলাদেশ ফিনিশড লেদার, লেদারগুড্স এন্ড ফুটওয়্যার এক্সপোর্টারস এসোসিয়েশন (বিএফএলএলএফইএ) বাড়ী-৩২/এ, ফ্ল্যাট বি-২, রোড০০২, ধানমন্ডি আ/এ, ঢাকা-১২০৫ এবং ট্যানারী ওয়ার্কার্স ইউনিয়ন (রেজিঃ নং-বি ১০৩৩), প্রধান কার্যালয়-১৮০/এ, হাজারীবাগড়, ঢাকা-১২০৯-এর মধ্যে বাংলাদেশ শ্রম আইন ২০০৬ (সংশোধিত ২০১৩) এর ২১০ (৩) ধারা মোতাবেক ২২/০৩/২০১২ইং তারিখে স্বাক্ষরিত দ্বি পক্ষীয় চুক্তিনামা।
| 
   বিএফএলএলএফইএ-এর পক্ষে উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ  | 
  
   ট্যানারী ওয়ার্কার্স ইউনিয়ন-এর পক্ষে উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ  | 
 ||
| 
   01  | 
  
   জনাব হাজী মো: বেলাল হোসেন চেয়ারম্যান, বিএফএলএলএফইএ ব্যবস্থাপনা পরিচালক, হেলাল ট্যানারী লি:।  | 
  
   01  | 
  
   জনাব আবুল কালাম আজাদ সভাপতি ট্যানারী ওয়ার্কার্স ইউনিয়ন  | 
 
| 
   02  | 
  
   জনাব এম এ মাজেদ আহ্বায়ক,ট্যানারী শিল্প শ্রমিক বিষয়ক উপ-কমিটি ও নির্বাহী পরিচালক, মেসার্স এপেক্স ট্যানারী লিঃ।  | 
  
   02  | 
  
   জনাব আবদুল মালেক সাধারণ সম্পাদক ট্যানারী ওয়ার্কার্স ইউনিয়ন  | 
 
| 
   03  | 
  
   জনাব আলহাজ¦ মো: রেজাউল করিম আনসারী ব্যবস্থাপনা পরিচালক, করিম লেদার্স লিঃ  | 
  
   03  | 
  
   জনাব আবদুল করিম সহ-সভাপতি ট্যানারী ওয়ার্কার্স ইউনিয়ন (এপেক্স ট্যানারী লিঃ)  | 
 
| 
   04  | 
  
   জনাব মো: টিপু সুলতান পরিচালক বেঙ্গল লেদার কমপ্লেক্স লিঃ  | 
  
   04  | 
  
   জনাব মোঃ নুরুল ইসলাম সহ-সভাপতি ট্যানারী ওয়ার্কার্স ইউনিয়ন (লেক্সকো লিঃ)  | 
 
| 
   05  | 
  
   জনাব আব্দুল আওয়াল (নান্নু) চেয়ারম্যান ভুলুয়া ট্যানারী লিঃ  | 
  
   05  | 
  
   জনাব আবুল খায়ের সহ-সভাপতি ট্যানারী ওয়ার্কার্স ইউনিয়ন (এপেক্স ট্যানারী লিঃ)  | 
 
| 
   06  | 
  
   জনাব মোঃ আবুল কালাম আজাদ ব্যবস্থাপনা পরিচালক কালাম ব্রাদার্স ট্যানারী লিঃ  | 
  
   06  | 
  
   জনাব মোঃ আবদুর রাজ্জাক কোষাধ্যক্ষ ট্যানারী ওয়ার্কার্স ইউনিয়ন (এপেক্স ট্যানারী লিঃ)  | 
 
| 
   07  | 
  
   জনাব হাজী মো: আবুল কাসেম ব্যবস্থাপনা পরিচালক মিতালী ট্যানারী লি:  | 
  
   07  | 
  
   জনাব টি এম লিয়াকত হোসেন সহ সম্পাদক ট্যানারী ওয়ার্কার্স ইউনিয়ন (ঢাকা হাইড এন্ড স্কীনস লিঃ)  | 
 
| 
   08  | 
  
   হাজী মো: নুরুল আলম ব্যবস্থাপনা পরিচালক প্রগতি লেদার কমপ্লেক্স লিঃ  | 
  
   08  | 
  
   জনাব নুরুল আমিন বাবুল সহ সম্পাদক ট্যানারী ওয়ার্কার্স ইউনিয়ন (এইচ এন্ড এইচ লেদার ইন্ডাস্ট্রি লিঃ)  | 
 
| 
   09  | 
  
   জনাব হাজী মো: শাহজাহান ব্যবস্থাপনা পরিচালক রিলায়েন্স ট্যানারী লি:  | 
  
   09  | 
  
   জনাব এম. সিরাজ উদ্দিন সহ সম্পাদক ট্যানারী ওয়ার্কার্স ইউনিয়ন (ঢাকা হাইড এন্ড স্কীনস্ লিঃ)  | 
 
| 
   10 
  | 
  
   জনাব রেজাউর রহমান টেকনিক্যাল ডাইরেক্টর বে-ট্যানারীজ লি:  | 
  
   10 
  | 
  
   জনাব হাদিউল ইসলাম সাংগঠনিক সম্পাদক, ট্যানারী ওয়ার্কার্স ইউনিয়ন (ফিনিক্স লেদার কমপ্লেক্স লি:)  | 
 
| 
   মালিক পক্ষে উপস্থিত বিটিএ’র সম্মানিত নেতৃবৃন্দ  | 
 |||
| 
   01  | 
  
   নাব আলহাজ¦ শামছুল হুদা (হুদু) চেয়ারম্যান বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন  | 
  
   11  | 
  
   জনাব শেখ আকরাম হোসেন দপ্তর সম্পাদক ট্যানারী ওয়ার্কার্স ইউনিয়ন  | 
 
| 
   02  | 
  
   জনাব মো: শাহীন আহমেদ প্রধান উপদেষ্টা বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন  | 
  
   12  | 
  
   জনাব মো: আক্তার হোসেন প্রচার সম্পাদক ট্যানারী ওয়ার্কার্স ইউনিয়ন  | 
 
| 
   03  | 
  
   জনাব হাজী মো: আবদুল হাই উপদেষ্টা বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন  | 
  
   13  | 
  
   জনাব হেলাল উদ্দিন সমাজ কল্যান সম্পাদক ট্যানারী ওয়ার্কার্স ইউনিয়ন (করিম লেদার্স লিঃ)  | 
 
| 
   04  | 
  
   জনাব মোঃ শাখাওয়াত হোসেন মহা সচিব বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন  | 
  
   14  | 
  
   জনাব মোঃ দেলোয়ার হোসেন সদস্য, কার্যকরী কমিটি ট্যানারী ওয়ার্কার্স ইউনিয়ন (এইচ এন্ড এইচ লেদার ইন্ডাস্ট্রি লিঃ)  | 
 
বিরোধের পটভূমি
গত ০১/০১/২০১২ইং তারিখে ট্যানারী ওয়ার্কার্স ইউনিয়নের পক্ষ হইতে বাংলাদেশ ফিনিশড লেদার, লেদার গুডস এন্ড ফুটওয়্যার এক্সপোর্টস এসোসিয়েশন-এর সদস্য ট্যানারী সমূহের মালিকগণের নিকট বাংলাদেশ শ্রম আইন-২০০৬ (সংশোধিত-২০১৩) এর ২১০(১) ধারা মোতাবেক ৬ (ছয়) দফা দাবীনামা পেশ করা হয়। ইউনিয়ন কর্তৃক পেশকৃত দাবী নিষ্পত্তি বা ফয়সালার ব্যাপারে ট্যানারীরর মালিকগণ ইউনিয়ন ও এসোসিয়েশনকে অবহিত করেন যে, শ্রমিকদের দাবী ফয়সালার সুবিধার্থে পূর্বের মতই এবং পূর্বের ধারাবাহিকতায় তাহাদের প্রতিনিধিত্বকারী হিসেবে বাংলাদেশ ফিনিশড লেদার, লেদার গুডস এন্ড ফুটওয়্যার এক্সপোটার্স এসোসিয়েশন, ট্যানারী ওয়ার্কার্স ইউনিয়ন এর সাথে আলোচনার মাধ্যমে শ্রমিকদের দাবীর বিষয়টি নিষ্পত্তি ও দ্বি-পক্ষিয় চুক্তি সম্পাদন করিবেন। উভয় পক্ষের মধ্যে যে চুক্তি স্বাক্ষরিত হইবে উহা মানিয়া লাইবেন এবং তাহা বাস্তবায়ন করিবনে। এই পরিপ্রেক্ষিতে গত ০৯/০১/২০১২ইং তারিখে বিএফএলএলএফইএ’র চেয়ারম্যান জনাব মো: বেলাল হোসেন এক পত্রের মাধ্যমে ইউনিয়নকে অবহিত করেন যে, ইউনিয়ন কর্তৃক পেশকৃত ৬ (ছয়) দফা দাবীনামা নিষ্পত্তির বিষয়ে আলোচনার জন্য ট্যানারী শিল্প বিষয়ক উপ-কমিটিকে দায়িত্ব দেওয়া হইয়াছে তাহারা খুব শীঘ্রই ইউনিয়নের সাথে আলোচনায় বসিবেন।
অত:পর বিএফএলএলএফইএ’র ট্যানারী শিল্প বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক (এপেক্স ট্যানারী লিমিটেড এর নির্বাহী পরিচালক) জনাব এম.এ মাজেদ এর সভাপতিত্বে গত ২১/০১/২০১২, ২৮/০১/২০১২, ০৪/০২/২০১২, ১২/০২/২০১২, ২৫/০২/২০১২, ০৩/০৩/২০১২ ও ১০/০৩/২০১২ইং তারিখে বাংলাদেশ শ্রম আইন ২০০৬ (সংশোধিত ২০১৩) এর ২১০(২) ধারা মোতাবেক মালিক ও শ্রমিক নেতৃবৃন্দের মধ্যে দীর্ঘ আলোচনা অনুষ্ঠিত হয়। অদ্য ২২.০৩.২০১২ ইং তারিখে চুড়ান্ত আলোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। এই আলোচনায় উভয় পক্ষে এই সমঝোতা হওয়ার পর বাংলাদেশ ফিনিশড লেদার, লেদারগুডস এন্ড ফুটওয়্যার এক্সপোর্টারস এসোসিয়েশন এবং ট্যানারী ওয়ার্কার্স ইউনিয়নের নি¤œ স্বাক্ষরকারী নেতৃত্ববৃন্দ/প্রতিনিধিগণের উপস্থিতিতে দ্বী-পক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হইল।
চুক্তির শর্তাবলী
দাবী নং-১
(ক) স্থায়ী শ্রমিক/কর্মচারীদের মজুরী/বেতন পুনঃনির্ধারণ:
উপরোক্ত বিষয়ে আলোচনায় ঐক্যমত হইল যে, ট্যানারী শিল্প প্রতিষ্ঠানে বর্তমানে ৪টি গ্রেডে কার্যরত সকল স্থায়ী শ্রমিক কর্মচারীগণকে যার যার প্রাপ্ত মূল মজুরী (বেসিক) এর সাথে বকেয়া বাৎসরিক ইনক্রিমেন্ট ২০১১ (যে কারখানায় এখনো দেওয়া হয় নাই) দেওয়ার পর যে মূল (মজুরী) বেসিক হইবে উহার উপর শতকরা ৫০% মজুরী বৃদ্ধি করিয়া স্থায়ী শ্রমিক/কর্মচারীদের মূল মজুরী (বেসিক) পূনঃ নির্ধারন করা হইবে এবং বর্দ্ধিত মজুরী, ভাতাদি ও ওভার টাইমের এর বকেয়া সহ ০১ জানুয়ারী ২০১২ হইতে প্রদান করা হইবে।
(খ) অস্থায়ী শ্রমিক/কর্মচারীদের মজুরী/বেতন পূনঃ নির্ধারণ:
উপরোক্ত বিষয়ে আলোচনায় ঐক্যমত হইলে যে, ট্যানারী শিল্প প্রতিষ্ঠানে বর্তমানে কার্যরত নারী পুরুষ নির্বিশেষে অস্থায়ী শ্রমিক/কর্মচারীগণকে ৮ ঘন্টা কাজের জন্য বর্তমানে যার যার প্রাপ্ত মজুরীর সাথে দৈনিক ৪০/- (চল্লিশ) টাকা যোগ করিয়া অস্থায়ী শ্রমিক কর্মচারীদের মজুরী/বেতন পূনঃ নির্ধারন করা হইবে এব বর্দ্ধিত মজুরী ও ওভার টাইমের বকেয়াসহ ০১ জানুয়ারী ২০১২ ইং হইতে প্রদান করা হইবে।
(গ) ঘর ভাড়া, মহার্ঘ্যভাতা ও রেশনিং ভাতাঃ
উপরোক্ত বিষয়ে আলোচনায় ঐক্যমত হইলে যে, ট্যানারী শিল্প প্রতিষ্ঠানে কার্যরত সকল স্থায়ী শ্রমিক কর্মচারীগণকে মূল মজুরীর ৪০% ঘর ভাড়া, ৩০% মহার্ঘ্যভাতা, ২৫/- টাকা ও রেশনিং ভাতা প্রদান করা হইবে।
(ঘ) মেডিক্যাল ভাতা:
উপরোক্ত বিষয়ে আলোচনায় ঐক্যমত হইলে যে, ট্যানারী শিল্প প্রতিষ্ঠানে কার্যরত সকল স্থায়ী শ্রমিক কর্মচারীগণকে বর্তমানে প্রাপ্ত মেডিক্যাল ভাতার সাথে ২৫/-(পঁচিশ) টাকা যোগ করিয়া প্রতি মাসে ১৭৫/- (একশত পচাঁত্তর) টাকা মেডিক্যাল ভাতা প্রদান করা হইবে।
(ঙ) যাতায়াত ভাতা:
উপরোক্ত বিষয়ে আলোচনায় ঐক্যমত হইলে যে, ট্যানারী শিল্প প্রতিষ্ঠানে কার্যরত সকল স্থায়ী শ্রমিক কর্মচারীগণকে বর্তমানে প্রাপ্ত যাতায়াত ভাতার সাথে ২০/-(বিশ) টাকা যোগ করিয়া প্রতি মাসে ৮০/- (আশি) টাকা যাতায়াত ভাতা প্রদান করা হইবে।
(চ) নৈশ ভাতা :
উপোরক্ত বিষয়ে আলোচনায় ঐক্যমত হইল যে, ট্যানারী শিল্প প্রতিষ্ঠানে কার্যরত স্থায়ী অস্থায়ী নির্বিশেষে প্রত্যেক শ্রমিক কর্মচারীগণকে রাত্রীকালীন ডিউটির জন্য প্রতি হাজিরার অতিরিক্ত নূন্যতম ৫/- (পাঁচ) টাকা হারে নৈশভাতা প্রদান করা হইবে। যে ট্যানারী/কারখানায় ইহার অধিক হারে নৈশভাতা দেওয়া হয়, তাহা বলবৎ থাকিবে। ইউনিয়নের দাবীর তুলনায় এবং বাস্তবতার আলোকে এই ভাতা নিতান্তই কম বিধায় স্বউদ্যোগে বর্ধিত হারে নৈশভাতা প্রদান করিতে পারিবেন।
(ছ) নাস্তার টাকা:
উপরোক্ত বিষয়ে আলোচনায় ঐক্যমত হইল যে, ট্যানারী শিল্প প্রতিষ্ঠানে কার্যরত স্থায়ী অস্থায়ী নির্বিশেষে প্রত্যেক শ্রমিক কর্মচারীগণকে মজুরী/বেতনের অতিরিক্ত দৈনিক ন্যূনতম ৭/- (সাত) টাকা হারে নাস্তার টাকা প্রদান করা হইবে। ইহা শ্রমিক/কর্মচারীদের মজুরী/বেতনের অতিরিক্ত হইবে। যে ট্যানারী/কারখানায় ইহার অধিক হারে নাস্তার টাকা দেওয়া হয় তাহা বলবৎ থাকিবে। ইউনিয়নের দাবীর তুলনায় এবং বাস্তবতার আলোকে এই ভাতা নিতান্তই কম বিধায় মালিকগণ স্ব-উদ্যোগে বর্ধিত হারে নাস্তার টাকা প্রদান করিতে পারিবেন।
(জ) হ্যাজার্ডার্স ভাতা:
ট্যানারী শিল্প প্রতিষ্ঠানে কার্যরত শ্রমিক কর্মচারীদেরকে হ্যাজার্ডার্স ভাতা প্রদানের বিষয়টি বিবেচনাধীন রহিল।
(ঝ) বাৎসরিক ইনক্রিমেন্ট:
উচ্চ দক্ষ ৬০/- টাকা
দক্ষ ৫৭/- টাকা
আধাদক্ষ ৫৩/- টাকা
অদক্ষ ৫০/- টাকা
(ঞ) অতিরিক্ত কাজ (ওভার টাইম) মজুরী প্রদান:
উপরোক্ত বিষয়ে আলোচনায় ঐক্যমত হইল যে, ট্যানারী শিল্প প্রতিষ্ঠানে কার্যরত সকল শ্রমিক কর্মচারীগণকে শ্রম আইন অনুযায়ী অতিরিক্ত কাজ (ওভার টাইম) এর মজুরী প্রদান করা হইবে।
দাবী নং-২
(ক) শ্রমিক কর্মচারীদের স্থায়ী করা:
উপরোক্ত বিষয়ে আলোচনায় ঐক্যমত হইল যে, ট্যানারী শিল্প প্রতিষ্ঠানে কার্যরত অস্থায়ী শ্রমিক কর্মচারীগণকে শ্রম আইন অনুযায়ী চাকুরীতে স্থায়ী করার পদক্ষেপ গ্রহণ করা হইবে। তবে আপাততঃ দীর্ঘদিন যাবৎ কারখানায় কার্যরত সকল অস্থায়ী শ্রমিকদের মধ্যে হইতে ৪০% শ্রমিককে সিনিয়রিটির ভিত্তিতে চুক্তি স্বাক্ষরের এক মাসের মধ্যে যার যার কর্মরত গ্রেড অনুযায়ী চাকুরীতে যোগদানের তারিখ হইতে স্থায়ী শ্রমিক হিসেবে নিয়োগ পত্র প্রদান করা হইবে এবং স্থায়ীকৃত শ্রমিকদের যার যার কর্মরত গ্রেড অনুযায়ী মজুরী/বেতন নির্ধারণ করা হইবে। প্রয়োজনে মূল মজুরী (বেসিক) সমন্বয়ের মাধ্যমে তাহাদের মজুরী/বেতন এমনভাবে নির্ধারণ করা হইবে যাহাতে কোন অবস্থাতেই উক্ত মজুরী/বেতন তাহাদের বর্তমানে প্রাপ্ত মজুরী/বেতনের কম না হয়।
(খ) নতুন শ্রমিক কর্মচারীদের নিয়োগ ও শ্রেণী বিন্যাস:
উপরোক্ত বিষয়ে আলোচনায় ঐক্যমত হইল যে, নতুন শ্রমিক কর্মচারী নিয়োগের ক্ষেত্রে শ্রম আইন অনুযায়ী তাহাদের শ্রেণী বিন্যাস করিয়া নিয়োগপত্র ও ছবিসহ পরিচয়পত্র প্রদান করা হইবে। ইহা ছাড়া নতুন নিয়োগের ক্ষেত্রে কারখানায় কর্মরত শ্রমিক/কর্মচারীদের পোষ্যদেরকে অগ্রাধিকার দেওয়া হইবে।
(গ) শ্রমিকদের গ্রেড পুংঃ নির্ধারণ প্রসঙ্গে:
উপরোক্ত বিষয়ে আলোচনায় ঐক্যমত হইল যে, কিছু সমস্যা থাকার কারনে শ্রমিক কর্মচারীদের নতুন গ্রেড নির্ধারণ করা সম্ভব না হওয়ায়া আপাতত: পূর্বের মত ৪ (চার) টি গ্রেড বলবৎ থাকিবে।
(ঘ) শ্রমিক কর্মচারীদের পদোন্নতি প্রদান ও উচ্চ গ্রেডের শ্রমিক দ্বারা নিম্ন গ্রেডের কাজ না করানো:
উপরোক্ত বিষয়ে আলোচনায় ঐক্যমত হইল যে, শ্রমিক কর্মচারীদের পদোন্নতির বিষয়টি কারখানার শ্রমিক প্রতিনিধি ও ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে আলোচনা করিয়া প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হইবে। ইহাছাড়া উচ্চ গ্রেডের শ্রমিক দিয়া নিম্ন গ্রেডের কাজ করানো হইবে না।
দাবী নং-৩, ট্যানারী শিল্প হস্তান্তর প্রসংগে:
(ক) চাকুরীর ধারাবাহিকতা, প্রভিডেন্ট ফান্ডের হিসাব সহ চাকুরীর প্রত্যয়ন পত্র প্রদান প্রসঙ্গে:
উপরোক্ত বিষয়ে আলোচনায় ঐক্যমত হইল যে, ট্যানারী শিল্প স্থানান্তর প্রক্রিয়া শুরু হইলে কার্যরত সকল শ্রমিক কর্মচারীদেরকে যথা সময়ে প্রত্যয়ন পত্র প্রদান করা হইবে এবং প্রভিডেন্ট ফান্ডের হিসাব প্রদান সহ শ্রমিকদের চাকুরীর ধারাবহিকতা রক্ষা করা হইবে।
(খ) শ্রমিক কর্মচারীদের বাসস্থানের ব্যবস্থা:
উপরোক্ত বিষয়ে আলোচনায় ঐক্যমত হইল যে, ট্যানারী শিল্পের উন্নতির স্বার্থে স্থানান্তরিত নতুন চামড়া শিল্প নগরিতে শ্রমিক কর্মচারীদের বাসস্থানের ব্যবস্থা করা অপরিহার্য বিধায় শ্রমিক কর্মচারীদের বাসস্থানের জন্য ট্যানারীর মালিকগণ স্ব স্ব নামে অথবা যৌথভাবে সরকারের নিকট হইতে জমি বরাদ্দের ব্যবস্থা করিবেন। বরাদ্দকৃত জমি শুধুমাত্র শ্রমিকদের বাসস্থান সহ অন্যান্য কল্যানমূলক কাজে ব্যবহৃত হইবে।
(গ) হাসপাতাল সহ বিভিন্ন জরুরী অবকাঠামোর জন্য জায়গা বরাদ্দ প্রসঙ্গে:
উপরোক্ত বিষয়ে আলোচনায় ঐক্যমত হইল যে, বাংলাদেম ফিনিশড লেদার, লেদার গুডস এন্ড ফুট ওয়্যার এক্সপোর্র্টাস এসোসিয়েশন ও বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশনের পক্ষ হইতে উল্লেখিত বিষয়ে প্রয়োজনীয় এবং কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হইবে।
দাবী নং-৪
(ক) গ্রাচুইটি:
উপরোক্ত বিষয়ে আলোচনায় ঐক্যমত হইল যে, ট্যানারী শিল্প প্রতিষ্ঠানে কার্যরত কোন শ্রমিক/কর্মচারী চাকুরী হইতে ইস্তফা দিলে কিংবা মালিক কর্তৃক টার্মিনেশন, ছাটাই, ডিসমিস ও ডিসচার্জ করা হইলে শ্রম আইন অনুযায়ী প্রতি এক বৎসর চাকুরীর জন্য এক মাসের মূল মজুরী (বেসিক) ও মহার্ঘ্যভাতা গ্র্যাচুইটি হিসাবে প্রদান করা হইবে।
(খ) নোটিশ-পে:
উপরোক্ত বিষয়ে আলোচনায় ঐক্যমত হইল যে, কোন শ্রমিত/কর্মচারীকে চাকুরী হইতে টার্মিনেশন/অব্যাহতি দেওয়া হইলে শ্রম আইন ও পূর্বের চুক্তি মোতাবেক ১২০ দিনের নোটিশ-পে প্রদান করা হইবে।
(গ) চাকুরীর হিসাব প্রদান:
উপরোক্ত বিষয়ে আলোচনায় ঐক্যমত হইল যে, কোন শ্রমিক/কর্মচারী চাকুরী হইতে ইস্তফা দিলে কিংবা মালিক কর্তৃক টার্মিনেশন/ছাটাই, ডিসমিস ও ডিসচার্জ করা সহ যেভাবেই চাকুরীচ্যুত হোক অব্যাহতি প্রাপ্ত শ্রমিক/কর্মচারীকে হিসাব প্রদানের সময় সকল ক্ষেত্রে তাহার বেসিক বেতনের সাথে মহার্ঘ্য ভাতা যোগ করিয়া চাকুরীর হিসাব প্রদান করা হইবে।
(ঘ) বোনাস প্রদান :
(ঙ) হাজিরা বোনাস :
উপরোক্ত বিষয়ে আলোচনায় ঐক্যমত হইল যে, হাজিরা বোনাস প্রদানের বিষয়টি আপাততঃ স্থগিত রাখা হইল ।
(চ) লভ্যাংশ প্রদান :
উপরোক্ত বিষয়টি আপাততঃ স্থগিত রাখা হইল ।
(ছ) প্রভিডেন্ট ফান্ড :
উপরোক্ত বিষয়ে আলোচনায় ঐক্যমত হইল যে, ট্যানারী শিল্প প্রতিষ্ঠানে কার্যরত প্রত্যেক স্থায়ী শ্রমিক/কর্মচারীদের বেতন হইতে পূর্বের মতো প্রতিমাসে মূল বেতনের ১০% টাকা কর্তন করিয়া সমপরিমাণ টাকা মালিক কর্তৃক প্রভিডেন্ট ফান্ডে জমা দিবেন এবং সম্পূর্ণ টাকা প্রভিডেন্ট ফান্ডের নামে ব্যাংক একাউন্টে জমা রাখা হইবে। আলোচনায় আরো ঐক্যমত হইলো যে, যে সকল ট্যানারীতে প্রভিডেন্ট ফান্ড ট্রাষ্টি বোর্ড গঠন, বিধিমালা প্রনয়ন এবং ট্রাষ্ট দলিল রেজিষ্ট্রি করা হয় নাই, সেখানে অবিলম্বে ট্রাষ্টি বোর্ডে মালিক ও শ্রমিক পক্ষের সমান সংখ্যক প্রতিনিধি নিয়া ট্রাষ্টি বোর্ড গঠন করা হইবে এবং উপরিউক্ত বিষয়গুলি কার্যকর করা হইবে। কোন শ্রমিক/কর্মচারী চাকুরী হইতে ইস্তফা দিলে, বরখাস্ত হইলে অথবা যেকোন কারণে চাকুরীচ্যুত হইলে শ্রমিক মালিক উভয়ের কান্ট্রিবিউশন এবং লভ্যাংশসহ হিসাব করিয়া টাকা প্রদান করা হইবে। আরো উল্লেখ্য যে, প্রভিডেন্ট ফান্ডের কোন সদস্য শ্রমিক মৃত্যু বরন করিলে ১৫ (পনের) দিনের মধ্যে তাহার উত্তরাধিকারী নমিনীকে মালিক ও শ্রমিকের কন্ট্রিবিউশন ও লভ্যাংশ সহ সম্পূর্ণ টাকা প্রদান করা হইবে। প্রভিডেন্ট ফান্ড হইতে ফেরৎযোগ্য অগ্রীম দেওয়ার নিয়ম বলবৎ থাকিবে এবং চাকুরীর সময়সীমা ১০(দশ) বৎসর উত্তীর্ণ হইলে সদস্যগণ প্রভিডেন্ট ফান্ডে উভয় পক্ষের জমাকৃত টাকার ৮০% টাকা এককালীন উত্তেলন করিতে পারিবেন (ইহা অফেরৎযোগ্য) যাহা তাহার চুড়ান্ত হিসাব হইতে কাটা হইবে।
(জ) শ্রমিক কল্যাণ তহবিল :
উপরোক্ত বিষয়ে আলোচনায় ঐক্যমত হইল যে, ট্যানারী শিল্প প্রতিষ্ঠানে কার্যরত স্থায়ী অস্থায়ী নির্বিশেষে প্রত্যেক শ্রমিক কর্মচারীদের মজুরী/বেতন হইতে প্রতিমাসে ২/- (দুই টাকা) হারে কল্যাণ তহবিলের চাঁদা কর্তন করিয়া মালিকের কন্ট্রিবিউশন হিসাবে জনপ্রতি ৪/- টাকা দিয়া ২+৪=৬ টাকা হিসাবে সংগ্রহীত মোট টাকা প্রতিমাসে কল্যাণ তহবিলের ব্যাংক একাউন্টে জমা দেওয়া হইবে।
(ঝ) দুর্ঘটনা জনিত ক্ষতিপূরণ ও চিকিৎসার খরচ প্রদান:
উপরোক্ত বিষয়ে আলোচনায় ঐক্যমত হইল যে, ট্যানারী শিল্প প্রতিষ্ঠানে কার্যরত স্থায়ী অস্থায়ী পুরুষ-নারী নির্বিশেষে শ্রমিক কর্মাচারী দূর্ঘটনার শিকার হইলে, কারখানার মালিক কর্তৃপক্ষ দ্রুত তাহার চিকিৎসার ব্যবস্থা করিবেন। দূর্ঘটনায় আহত শ্রমিক কর্মচারী সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত তাহার চিকিৎসার সম্পূর্ণ খরচসহ তাহাকে স্ব-বেতনে ছুটি প্রদান করা হইবে। ইহা ছাড়া দূর্ঘটনায় কোন শ্রমিক কর্মচারীর মৃত্যু হইলে অথবা অঙ্গহানী হলে স্থায়ীভাবে কাজ করার অযোগ্য হইলে ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে আলোচনার মাধ্যমে তাহাকে ক্ষতিপূরণ প্রদান করা হইবে।
দাবী নং-৫, ছুটি সমূহ:
(ক) সাধারণ (জাতীয়,উৎসব) ও নির্বাহী আদেশের ছুটি, নৈমিত্তিক চিকিৎসা ও বাৎসরিক/অর্জিত ছুটি, ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী ও বার্ষিক সাধারণ সভার ছুটি এবং রমজান মাসে কাজের সময় সীমা প্রসঙ্গে:
| 
   ১.  | 
  
   ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ)  | 
  
   ১দিন  | 
 
| 
   ২.  | 
  
   ২১ ফেব্রুয়ারী শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস  | 
  
   ১দিন  | 
 
| 
   ৩.  | 
  
   ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর জন্ম দিবস  | 
  
   ১দিন  | 
 
| 
   ৪.  | 
  
   ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস  | 
  
   ১দিন  | 
 
| 
   ৫.  | 
  
   বাংলা নববর্ষ (১লা বৈশাখ)  | 
  
   ১দিন  | 
 
| 
   ৬.  | 
  
   ১লা মে মহান মে দিবস  | 
  
   ১দিন  | 
 
| 
   ৭.  | 
  
   বুদ্ধ পূর্ণিমা  | 
  
   ১দিন  | 
 
| 
   ৮.  | 
  
   শব-ই-বরাত  | 
  
   ১দিন  | 
 
| 
   ৯.  | 
  
   শুভ জন্মাষ্টমী  | 
  
   ১দিন  | 
 
| 
   ১০.  | 
  
   ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস  | 
  
   ১দিন  | 
 
| 
   ১১.  | 
  
   শব-ই-ক্বদর  | 
  
   ১দিন  | 
 
| 
   ১২.  | 
  
   ঈদ-উদ-ফিতর  | 
  
   ৩দিন  | 
 
| 
   ১৩.  | 
  
   দূর্গাপূজা (বিজয়ী দশমী)  | 
  
   ১দিন  | 
 
| 
   ১৪.  | 
  
   ঈদ-উদ-আযহা  | 
  
   ৩দিন  | 
 
| 
   ১৫.  | 
  
   আশুরা (১০ই মহররম)  | 
  
   ১দিন  | 
 
| 
   ১৬.  | 
  
   ১৬ ডিসেম্বর বিজয় দিবস  | 
  
   ১দিন  | 
 
| 
   ১৭.  | 
  
   ২৫ ডিসেম্বর যীশু খ্রিষ্ট্রের জন্মদিন (বড়দিন)  | 
  
   ১দিন  | 
 
বিঃদ্রঃ ইহা ছাড়া সরকার আরও কোন ছুটি ঘোষনা করিলে তাহা প্রদান করা হইবে ।
(খ) শ্রমিক প্রতিনিধি নির্বাচনের দিন ছুটি প্রদান প্রসঙ্গে:
উপরোক্ত বিষয়টি আপাততঃ স্থগিত রাখা হইল ।
(গ) ট্রেড ইউনিয়ন কার্যক্রমে অংশ গ্রহনের জন্য ইউনিয়নের কার্যকরী কমিটির সদস্য ও কারখানার শ্রমিক প্রতিনিধিকে স্ব বেতনে ছুটি প্রদান প্রসঙ্গে:
উপরোক্ত বিষয়ে আলোচনায় ঐক্যমত হইল যে, ইউনিয়নের কার্যকরী কমিটির সদস্য বৃন্দ (যাহারা ট্যানারীতে কার্যরত আছেন) এবং কারখানার শ্রমিক প্রতিনিধি গণকে ট্রেড ইউনিয়ন কার্যক্রমে অংশগ্রহণের সুবিধার্থে পূর্বের চুক্তি মোতাবেক যে ছুটি দেওয়া হয় তা বলবৎ থাকিবে।
(ঘ) ছুটি প্রদানের ক্ষেত্রে অনিয়ম বন্ধ করা:
উপরোক্ত বিষয়ে আলোচনায় ঐক্যমত হইল যে, যে সকল ট্যানারী শিল্প প্রতিষ্ঠানে শ্রমিক/কর্মচারীদের নৈমিত্তিক ছুটি, চিকিৎসা ছুটি ও বাৎসরিক ছুটি সহ অন্যান্য যে সকল ছুটি প্রদান ও গ্রহণের ক্ষেত্রে যেখানে অনিয়ম আছে তাহা দূর করা হবে। এক্ষেত্রে কোন সমস্যা দেখা দিলে মালিক ও শ্রমিক উভয় পক্ষ শ্রম আইনের বিধান মানিয়া মানিয়া চলিবেন।
(ঙ) শুক্রবার বিরতির সময় ২ ঘন্টা সহ কাজের সময় সীমা ৭ ঘন্টা বহাল রাখা প্রসঙ্গে:
উপরোক্ত বিষয়ে আলোচনায় ঐক্যমত হইল যে, ট্যানারী শিল্প প্রতিষ্ঠানে কার্যরত সকল শ্রমিক/কর্মচারীদের পবিত্র রমজান মাসে ডিউরি সময়সীমা শুক্রবার বিরতির সময় ২ ঘন্টা সহ কাজের সময়সীমা প্রচলিত নিয়ম অনুযায়ী পূর্বের মত ৭ (সাত) ঘন্টা বলবৎ থাকিবে।
দাবী নং-৬
(ক) নারী শ্রমিক কর্মচারীদের প্রাপ্য সুবিধাদী প্রদান:
উপরোক্ত বিষয়ে আলোচনায় ঐক্যমত হইল যে, পূর্বের চুক্তি ২০১০ইং মোতাবেক ট্যানারী শিল্পে কার্যরত নারী শ্রমিক/কর্মচারীদেরকে পৃথক শৌচাগার/টয়লেট এর ব্যবস্থা সহ শ্রম আইন অনুযায়ী প্রাপ্য সকল সুবিধাদি প্রদান করা হইবে।
(খ) শিশু শ্রম বন্ধ করা:
উপরোক্ত বিষয়ে আলোচনায় ঐক্যমত হইল যে,পূর্বের চুক্তি-২০১০ ইং মোতাবেক ট্যানারী শিল্প প্রতিষ্ঠানে কোন অবস্থাতেই শিশু শ্রমিক নিয়োগ করা হইবেনা। ট্যানারী শিল্পকে সম্পূর্ণভাবে শিশু শ্রম মুক্ত করার জন্য বাংলাদেশ ফিনিশড লেদার, লেদার গুডস্ এন্ড ফুটওয়্যার এক্সপোটার্স এসোসিয়েশন এর পক্ষ হইতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হইবে।
(গ) কন্ট্রাক্টারী প্রথা বন্ধ করা প্রসঙ্গে :
উপরোক্ত বিষয়ে আলোচনায় ঐক্যমত হইল যে, পূর্বের চুক্তি-২০১০ইং সহ বিভিন্ন সময়ে সম্পাদিত চুক্তি মোতাবেক ট্যানারী শিল্প প্রতিষ্ঠানে কন্ট্রাক্টর নিয়োগের মাধ্যমে কাজ করানো হইবে না। সর্বত্রই সরাসরি মালিক কর্তৃক শ্রমিক কর্মচারী নিয়োগ করা হইবে। আলোচনায় আরো ঐক্যমত হইল যে, কোথাও কন্ট্রাক্টরী প্রথা চালু থাকিলে তাহা বন্ধ করার ব্যাপারে বাংলাদেশ ফিনিশড লেদার গুডস এন্ড ফুটওয়্যার এক্সপোটার্স এসোসিয়েশন ও বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করিবেন।
(ঘ) পেশাগত স্বাস্থ্য, নিরাপত্তা, ও কর্ম পরিবেশ:
উপরোক্ত বিষয়ে আলোচনায় ঐক্যমত হইল যে, পূর্বের চুক্তি-২০১০ ইং মোতাবেক ট্যানারী শিল্প প্রতিষ্ঠানে কার্যরত স্থায়ী অস্থায়ী নারী পুরুষ নির্বিশেষে সকল শ্রমিক/কর্মচারীদের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা সুরক্ষা, শোভন কাজ এবং কর্মপরিবেশ উন্নয়নের জন্য কারখানা কর্তৃপক্ষ শ্রম আইন অনুযায়ী সেফটি কমিটি গঠনসহ প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করিবেন।
(ঙ) গ্রুপ ইন্স্যুরেন্স চালু করা প্রসঙ্গে:
উপরোক্ত বিষয়ে আলোচনায় ঐক্যমত হইল যে, পূর্বের চুক্তি-২০১০ ইং মোতাবেক ট্যানারী শিল্প প্রতিষ্ঠানে কার্যরত স্থায়ী অস্থায়ী নারী পুরুষ নির্বিশেষে সকল শ্রমিক/কর্মচারীদের জন্য অবিলম্বে কারখানর মালিক কর্তৃপক্ষের উদ্যোগে গ্রুপ ইন্স্যুরেন্স চাল করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হইবে।
(চ) ক্যান্টিন চালু করা প্রসঙ্গে:
উপরোক্ত বিষয়ে আলোচনায় ঐক্যমত হইল যে, ক্যান্টিন স্থাপনের মত সুযোগ সুবিধা বা প্রয়োজনীয় জায়গা যে সকল ট্যানারীতে রহিয়াছে সেখানে কমৃরত শ্রমকি কর্মচারীদের জন্য হ্রাসকৃত মূল্যে (সাবসিডি রেটে) ক্যান্টিন চালু করার ব্যবস্থা গ্রহণ করা হইবে।
(ছ) হ্রাসকৃত মূল্যে খাদ্য সামগ্রী প্রদান:
ট্যানারী শিল্প প্রতিষ্ঠানে কার্যরত শ্রমিক/কর্মচারীদেরকে হ্রাসকৃত মূল্যে (সস্তায়) বাধা দরে চাউল, ডাল, তৈল, আটা, চিনিসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী প্রদানের বিষয়টি বিবেচনাধীন রহিল।
(জ) সার্ভিস বুক, পরিচয় পত্র ও হাজিরা কার্ড:
উপরোক্ত বিষয়ে আলোচনায় ঐক্যমত হইল যে, ট্যানারী শিল্প প্রতিষ্ঠানে কার্যরত সকল স্থায়ী শ্রমিক/কর্মচারীকে শ্রম আইন অনুযায়ী সার্ভিস বুক প্রদান করা হইবে। ইহাছাড়া স্থায়ী অস্থায়ী নির্বিশেষে কার্যরত শ্রেণীর শ্রমিক/কর্মচারীকে শ্রম আইন অনুযায়ী হাজিরা কার্ড ও পরিচয় পত্র প্রদান করা হইবে (যে সব ট্যানারীতে দেওয়া হয় নাই তাহাদের ক্ষেত্রে প্রযোজ্য)।
(ঝ) শ্রমিক/কর্মচারীদের পোষাক প্রদান প্রসঙ্গে:
ট্যানারী শিল্প প্রতিষ্ঠানে কার্যরত সকল শ্রমিক/কর্মচারীকে পোষাক, জুতা ও ছাতা প্রদানের বিষয়টি বিবেচনাধীন রহিল।
(ঞ) আসবাবপত্র এবং ইউনিয়ন অফিস মেরামতের জন্য আর্থিক সহায়তা প্রদান:
উপরোক্ত বিষয়ে আলোচনায় ঐক্যমত হইল যে, ইউনিয়নের আসবাবপত্রের ক্রয় ও ইউনিয়ন অফিস মেরামতের জন্য বাংলাদেশ ফিনিশড লেদার, লেদার গুডস্ এন্ড ফুটওয়্যার এক্সপোর্টাস এসোসিয়েশনের পক্ষ হইতে ট্যানারী ওয়ার্কাস ইউনিয়কে এককালীন ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা প্রদান করা হইবে।
(ট) ইউনিয়নের অফিস সেক্রেটারীর বেতন প্রদান:
উপরোক্ত বিষয়টি বিবেচনাধীন রহিল।
(ঠ) শ্রমিক/কর্মচারীদের প্রাপ্ত সকল সুবিধাদি বলবৎ রাখা:
উপরোক্ত বিষয়ে আলোচনায় ঐক্যমত হইল যে, বিগত বৎসরগুলিতে বাংলাদেশ ফিনিশড লেদার, লেদার গুডস্ এন্ড ফুটওয়্যার এক্সপোর্টাস এসোসিয়েশন ও ট্যানারী ওয়ার্কাস ইউনিয়ন এর মধ্যে সম্পাদিত সকল চুক্তির শর্তাবলী অনুযায়ী যেসব বিষয়ে মীমাংসা হইয়াছে তাহা বহাল থাকিবে এবং চুক্তি অনুযায়ী ও ইহাছাড়া মালিক/কর্তৃপক্ষের সাথে সমঝোতার মাধ্যমে শ্রমিক কর্মচারীগণ আর্থিক সুবিধাসহ যে সকল সুযোগ-সুবিধা ভোগ করিয়া আসিতেছেন তাহা বলবৎ (অব্যাহত) থাকিবে।
(ঠ) চুক্তি কার্যকরী/বাস্তব্য়ন করা:
উপরোক্ত বিষয়ে আলোচনায় আরো ঐক্যমত হইল যে, ট্যানারী ওয়ার্কার্স ইউনিয়ন কর্তৃক পেশকৃত ৬ দফা দাবীনামার প্রেক্ষিতে বাংলাদেশ ফিনিশড লেদার, লেদার গুডস্ এন্ড ফুটওয়্যার এক্সপোটার্স এসোসিয়েশন ও ট্যানারী ওয়ার্কার্স ইউনিয়নের মধ্যে সম্পাদিত দ্বি-পক্ষীয় চুক্তি দ্বারা প্রাপ্য সুবিধাদি প্রদান সহ এই চুক্তিনামা ০১ জানুয়ারী-২০১২ হইতে কার্যকরী হইবে এবং ইহার মেয়াদ ৩১ ডিসেম্বর ২০১৩ পর্যন্ত বলবৎ থাকিবে। আলোচনায় আরো ঐক্যমত হইল যে, চুক্তি স্বাক্ষরের তারিখের হইতে ১ মাসের মধ্যে সম্পাদিত চুক্তি সম্পূর্ণ বাস্তবায়ন করা হইবে। এই চুক্তি বাংলাদেশ ফিনিশড লেদার, লেদার গুডস্ এন্ড ফুটওয়্যার এক্সপোটার্স এসোসিয়েশনের অন্তর্ভূক্ত সকল সদস্য ট্যানারীতে কার্যরত শ্রমিক কর্মচারীদের জন্য প্রযোজ্য হইবে। প্রসঙ্গত: উল্লেখ্য যে, বাংলাদেশ ফিনিশড লেদার, লেদার গুডস্ এন্ড ফুটওয়্যার এক্সপোটার্স এসোসিয়েশন এর সকল সদস্যবৃন্দ (ট্যানারীর মালিকগণ) এবং ট্যানারী ওয়ার্কার্স ইউনিয়নের সদস্যগন চুক্তির সমস্ত শর্তাবলী মানিয়া চলিবেন। আলোচনায় আরো ঐক্যমত হইল যে, ইউনিয়নের পক্ষ হইতে এ চুক্তির শর্তাবলী হাজারীবাগস্থ সকল ট্যানারীতে কার্যকরী/বাস্তবায়ন করার উদ্যোগ নিলে এসোসিয়েশনের পক্ষ হইতে সর্বাত্মক সহযোগীতা প্রদান করা হইবে। আশা করা যাইতেছে যে, এই চুক্তি বাস্তবায়নের মাধ্যমে ট্যানারী শিল্পে কার্যরত সকল শ্রমিক কর্মচারীগণ স্ব স্ব অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করিয়া চামড়ার গুণগত মান রক্ষা ও উৎপাদন বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করিবেন। পাশাপাশি কারখানার মালিক/কর্তৃপক্ষ সুষ্ঠ ব্যবস্থাপনার মাধ্যমে কর্ম পরিবেশ ও মালিক শ্রমিকের সম্পর্কোন্নয়নে বিশেষ ভূমিকা রাখিবেন।
| 
   বিএফএলএলএফইএ-এর পক্ষে উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ  | 
  
   ট্যানারী ওয়ার্কার্স ইউনিয়ন-এর পক্ষে উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ 
  | 
 ||
| 
   01  | 
  
   হাজী মো: বেলাল হোসেন চেয়ারম্যান, বিএফএলএলএফইএ ব্যবস্থাপনা পরিচালক, হেলাল ট্যানারী লি:।  | 
  
   01  | 
  
   আবুল কালাম আজাদ সভাপতি ট্যানারী ওয়ার্কার্স ইউনিয়ন  | 
 
| 
   02  | 
  
   এম এ মাজেদ আহ্বায়ক,ট্যানারী শিল্প শ্রমিক বিষয়ক উপ-কমিটি ও নির্বাহী পরিচালক, মেসার্স এপেক্স ট্যানারী লিঃ। 
  | 
  
   02  | 
  
   আবদুল মালেক সাধারণ সম্পাদক ট্যানারী ওয়ার্কার্স ইউনিয়ন  | 
 
| 
   03  | 
  
   আলহাজ¦ মো: রেজাউল করিম আনসারী ব্যবস্থাপনা পরিচালক, করিম লেদার্স লিঃ  | 
  
   03  | 
  
   আবদুল করিম সহ-সভাপতি ট্যানারী ওয়ার্কার্স ইউনিয়ন (এপেক্স ট্যানারী লিঃ)  | 
 
| 
   04  | 
  
   মো: টিপু সুলতান পরিচালক বেঙ্গল লেদার কমপ্লেক্স লিঃ  | 
  
   04  | 
  
   মোঃ নুরুল ইসলাম সহ-সভাপতি ট্যানারী ওয়ার্কার্স ইউনিয়ন (লেক্সকো লিঃ)  | 
 
| 
   05  | 
  
   আব্দুল আওয়াল (নান্নু) চেয়ারম্যান ভুলুয়া ট্যানারী লিঃ  | 
  
   05  | 
  
   আবুল খায়ের সহ-সভাপতি ট্যানারী ওয়ার্কার্স ইউনিয়ন (এপেক্স ট্যানারী লিঃ)  | 
 
| 
   06  | 
  
   আবুল কালাম আজাদ ব্যবস্থাপনা পরিচালক কালাম ব্রাদার্স ট্যানারী লিঃ  | 
  
   06  | 
  
   মোঃ আবদুর রাজ্জাক কোষাধ্যক্ষ ট্যানারী ওয়ার্কার্স ইউনিয়ন (এপেক্স ট্যানারী লিঃ)  | 
 
| 
   07  | 
  
   হাজী মো: আবুল কাসেম ব্যবস্থাপনা পরিচালক মিতালী ট্যানারী লি:  | 
  
   07  | 
  
   টি এম লিয়াকত হোসেন সহ সম্পাদক ট্যানারী ওয়ার্কার্স ইউনিয়ন (ঢাকা হাইড এন্ড স্কীনস লিঃ)  | 
 
| 
   08  | 
  
   হাজী মো: নুর আলম ব্যবস্থাপনা পরিচালক প্রগতি লেদার কমপ্লেক্স লিঃ  | 
  
   08  | 
  
   নুরুল আমিন বাবুল সহ সম্পাদক ট্যানারী ওয়ার্কার্স ইউনিয়ন (এইচ এন্ড এইচ লেদার ইন্ডাস্ট্রি লিঃ)  | 
 
| 
   09  | 
  
   হাজী মো: শাহজাহান ব্যবস্থাপনা পরিচালক রিলায়েন্স ট্যানারী লি:  | 
  
   09  | 
  
   এম. সিরাজ উদ্দিন সহ সম্পাদক ট্যানারী ওয়ার্কার্স ইউনিয়ন (ঢাকা হাইড এন্ড স্কীনস্ লিঃ)  | 
 
| 
   10 
  | 
  
   রেজাউর রহমান টেকনিক্যাল ডাইরেক্টর বে-ট্যানারীজ লি:  | 
  
   10 
  | 
  
   হাদিউল ইসলাম সাংগঠনিক সম্পাদক, ট্যানারী ওয়ার্কার্স ইউনিয়ন (ফিনিক্স লেদার কমপ্লেক্স লি:)  | 
 
| 
   মালিক পক্ষে উপস্থিত বিটিএ’র সম্মানিত নেতৃবৃন্দ 
  | 
 |||
| 
   01  | 
  
   আলহাজ¦ শামছুল হুদা (হুদু) চেয়ারম্যান বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন  | 
  
   11  | 
  
   শেখ আকরাম হোসেন দপ্তর সম্পাদক ট্যানারী ওয়ার্কার্স ইউনিয়ন  | 
 
| 
   02  | 
  
   মো: শাহীন আহমেদ প্রধান উপদেষ্টা বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন  | 
  
   12  | 
  
   মো: আক্তার হোসেন প্রচার সম্পাদক ট্যানারী ওয়ার্কার্স ইউনিয়ন  | 
 
| 
   03  | 
  
   হাজী মো: আবদুল হাই উপদেষ্টা বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন  | 
  
   13  | 
  
   হেলাল উদ্দিন সমাজ কল্যান সম্পাদক ট্যানারী ওয়ার্কার্স ইউনিয়ন (করিম লেদার্স লিঃ)  | 
 
| 
   04  | 
  
   মোঃ শাখাওয়াত হোসেন মহা সচিব বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন  | 
  
   14  | 
  
   মোঃ দেলোয়ার হোসেন সদস্য, কার্যকরী কমিটি ট্যানারী ওয়ার্কার্স ইউনিয়ন (এইচ এন্ড এইচ লেদার ইন্ডাস্ট্রি লিঃ)  |