সম্মিলিত চুক্তির ডাটাবেজ

Memorandum of Understanding between Swiss Tex Ltd., Bangladesh Textile and Garments Workers League (BTGWL), Green Bangla Garments Workers Federation (GBGWF), and workers of Swiss Tex Ltd., 29th June 2020

২৯.০৬.২০২০

সমঝোতা চুক্তি

সুইস টেক্স লিঃ, ৪৩, হেমায়েতপুর, সাভার, ঢাকা শ্রম সংক্রান্ত বিষয়ে ২৯.০৬.২০২০ ইং তারিখ বেলা .০০ ঘটিকার সময় কোম্পানীর ক্যান্টিন রুমে এক সমঝোতা চুক্তি অনুষ্ঠিত হয় উক্ত সমঝোতা সভায় সভাপতিত্ব করেন মোঃ রফিকুল ইসলাম (পরিচালক, উৎপাদন), মোঃ সানোয়ার হোসেন (সিঃ ম্যানেজার, মানব সম্পদ কমপ্লায়েন্স), মোঃ সাহাদুল ইসলাম (ম্যানেজার, কষ্টিং এন্ড অডিট), ইন্ড্রাজটিয়াল পুলিশ এর প্রতিনিধি, হেমায়েতপুর, সাভার, শ্রমিক পক্ষের প্রতিনিধি মরিয়ম আক্তার (সহ সভাপতি, বাংলাদেশ বস্ত্র পোশাক শিল্প শ্রমিকলীগ), মোঃ রবিউল ইসলাম সুজন সেলিনা হোসেন (সহ সভাপতি গ্রীন বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন) এবং কারখানার ২০ জন উপস্থিত ছিলেন

বিস্তারিত আলাপ আলোচনা শেষে সর্ব সম্মতিক্রমে নিম্নলিখিত সিদ্ধান্ত সমূহ গৃহীত হয়

যে শ্রমিকের চাকুরির বয়স বছরের নীচে তাহাদের অন্যান্য সুবিধা বহাল থাকবে এবং ক্ষতিপুরন বাবদ ৭৫ দিনের (বেসিক) টাকা প্রদান করা হবে

যে শ্রমিকের চাকুরির বয়স বছরের উপরে তাহাদের অন্যান্য সুবিধা বহাল থাকবে এবং ক্ষতিপুরন বাবদ ৪৫ দিনের (বেসিক) টাকা প্রদান করা হবে

যে শ্রমিকের চাকুরির বয়স বছরের নীচে তাহাদের অন্যান্য সুবিধা বহাল থাকবে এবং ক্ষতিপুরন বাবদ ৩০ দিনের (বেসিক) টাকা প্রদান করা হবে ( আলোচনা সাপেক্ষে)

যে সমস্ত শ্রমিক বাসা ছেড়ে দিয়েছেন তাহাদের মানবিক কারনে আলোচনা সাপেক্ষে প্রদান করতে হবে (৩০.০৬.২০২০ ইং তারিখে)

প্রথম পেমেন্ট আগামী ০৫.০৭.২০২০ ইং তারিখে প্রদান করা হবে এবং বাকী টাকা আগামী ২০.০৭.২০২০ ইং তারিখে প্রদান করা হবে

যারা গত ঈদ উল ফিতরের বোনাস পায় নাই তাদের বোনাসের টাকা প্রদান করতে হবে

 

কারখানা প্রতিনিধির স্বাক্ষর        শ্রমিক প্রতিনিধির স্বাক্ষর          

উপস্থিত শ্রমিকের স্বাক্ষর

মোঃ রফিকুল ইসলাম           মরিয়ম আক্তার                   

সোলিম

মোঃ সানোয়ার হোসেন         মোঃ রবিউল ইসলাম সুজন   জামাল

মোঃ সাহাদুল ইসলাম           সেলিনা হোসেন                  

                                                                                               

                                                                                                দেলোয়ার

                                                                                                ইকবাল

                                                                                                রুমি

                                                                                                খাদিজা

[{'id': '5000005130020', 'label': None}] - 2020

Start date: → 2020-06-29
End date: → Not specified
Name industry: → Manufacturing
Name industry: → গার্মেন্টস শিল্প
Public/private sector: → In the private sector
Concluded by:
Name company: →  None
Names trade unions: →  BTGWL Bangladesh Textile and Garments Workers League
Name other signatories from employees' side: → Selim, Jamal, Delwar, Iqbal, Rumi, Khadija, [two other names are illegible]

WAGES

Wages determined by means of pay scales: → No
Adjustment for rising costs of living: → 

Once only extra payment

Once only extra payment due to company performance: → No
Once only extra payment takes place: → 2020-07

Meal vouchers

Meal allowances provided: → No
Free legal assistance: → No
Loading...