Memorandum of Understanding between Papyrus FastQ (BD) Ltd., Department of Inspection for Factories and Establishments (DIFE), and Bangladesh Textile and Garments Workers League (BTGWL), 29th September 2020
সমঝোতা চুক্তি
তারিখ-২৯/০৯/২০২০ইং
পেপিরাস ফাস্টকিউ (বিডি) লিঃ, জামগড়া, রুপায়ন বটতলা, আশুলিয়া, সাভার, ঢাকা কারখানার শ্রম সংক্রান্ত বিষয়ে অদ্য ২৯/০৯/২০২০ তারিখ সন্ধ্যা ০৬:০০ ঘটিকায় কারখানা অফিসে এক সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত সমঝোতা বৈঠকে সভাপতিত্ব করেন এস,এম,সাইফুল ইসলাম, শ্রম পরিদর্শক (সাধারণ), কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। উক্ত সমঝোতা সভায় মালিক পক্ষে উপস্থিত ছিলেন জনাব আব্দুল বাসিত ডালিম (এজিএম), জনাব এস কে শাহিন কাদের (চীফ এ্যাকাউন্টান্ট), জনাব মোঃ শফিকুল ইসলাম (ম্যানেজার কমপ্লায়েন্স)। শ্রমিক পক্ষে ছিলেন জনাব মোঃ সারোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ বস্ত্র ও পোষাক শিল্প শ্রমিকলীগ, জনাব শেখ আল-মামুন বিপ্লব, যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাধারণ শ্রমিকবৃন্দ। বৈঠকে উল্লেখিত শ্রম অসন্তোষটির বিষয়ে সুষ্ঠু সমাধানকল্পে বিস্তারিত আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে নিম্নলিখিত সিদ্ধান্তসমূহ গৃহীত হয়।
সিদ্ধান্তসমূহ
১। মালিকপক্ষ উল্লেখিত ৭ জন শ্রমিককে
টার্মিনেশন বেনিফিট নোটিশ পে বাবদ ২ (দুই) টি বেসিকের সমপরিমান অর্থ শ্রমিকগণকে পরিশোধ করিবেন।৫। শ্রমিকগণ আগষ্ট/২০২০ এবং সেপ্টেম্বর/২০২০ এর সমুদিত বেতনের ৪০% (চল্লিশ শতাংশ) প্রাপ্য হবে।
৬। কর্তৃপক্ষ কাজের বাইরে থাকা অবশিষ্ট শ্রমিকগণকে যথাশীগ্র কাজে যোগদানের ব্যবস্থা করবে।
৭। উল্লেখিত ৭জন শ্রমিকের চূড়ান্ত পাওনাদি আগামী ০৫/১০/২০২০খিষ্টাব্দ সোমবার পেপিরাস ফাস্ট কিউ (বিডি) লিমিটেড কারখানা অফিস থেকে প্রদান করা হবে।
উল্লেখিত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নে মালিক কর্তৃপক্ষ এবং শ্রমিক একমত হয়ে নিম্নে স্বাক্ষর প্রদান করিলেন।
|
মালিকপক্ষের প্রতিনিধি |
শ্রমিক প্রতিনিধি |
সরকার প্রতিনিধি |
|
আব্দুল বাসিত ডালিম |
মোঃ সারোয়ার হোসেন |
এস,এম,সাইফুল ইসলাম |
|
এস কে শাহিন কাদের |
শেখ আল-মামুন বিপ্লব |
|
|
মোঃ শফিকুল ইসলাম |
------------ |
|
|
----------------- |
------------ |
|
|
------------------ |
------------- |
|