Memorandum of Understanding between Globus Garments Ltd. and Workers, 15th September 2020
মালিক শ্রমিক সমঝোতা স্বাক্ষর
গ্লোবাস গার্মেন্টস লিমিটেড।
মৌচাক, কালিয়াকৈর গাজীপুর।
তারিখঃ ১৫-০৯-২০২০ ইং
অদ্য ১৫-০৯-২০২০ ইং তারিখে ডেকোইস্যু গ্রুপের গ্লোবাস গার্মেন্টস লিমিটেড, মৌচাক, কালিয়াকৈর গাজীপুর। উদ্ভুত পরিস্থিতিতে গ্রুপের ব্যবস্থাপনা পর্ষদের পক্ষে মোঃ মোজাম্মেল হক (জিএম-সেফটি এন্ড সিকিউরিটি), শাকিল মাহমুদ (জিএম-এইচ.আর.এডমিন এন্ড কমপ্লায়েন্স) এবং মোঃ খন্দকার শামীম (ডিজিএম-প্রোডাকশন) ও স্থানীয় প্রতিনিধি জনাব মোঃ জুয়েল মাহমুদ এবং শ্রমিক পক্ষের প্রতিনিধি মিসেসঃ মনোয়ারা, মোঃ ফুলমিয়া, ছালমা, রোকছানা, মাজেদুল, শহীদুল এর উপস্থিতিতে নিম্নোক্ত সমঝোতায় সিদ্দন্ত গৃহীত হয়।
৫. এক বছরের উপরে যেসকল শ্রমিক রয়েছে তাদেরকে ছাটাই করা হবে না।
৬. যাদের চাকরীর বয়স এক বছরের উপরে তাদের লে-অফ এর মেয়াদ ২২-০৯-২০২০ ইং তারিখে মধ্যে লে-অফ শেষ করার চেষ্টা করা হবে।
৭. যাদের চাকরীর বয়স এক বছরের নিচে তাদের লে-অফ ৬০ পর্যন্ত বর্ধিত করা হবে এবং পরবর্তিতে আইন অনুযায়ী সিদ্ধান্ত গ্রহন করা হবে।
৮. ১৫-০৯-২০২০ ইং তারিখ ফ্যাক্টরীতে যা হয়েছে তার জন্য কোন শ্রমিককে ছাটাই বা কোন প্রকার শাস্তি প্রদান করা হবে না।
১০. যদি জেনারেল ডিউটি করা হয় তা হলে আইন অনুযায়ী কম্পেনসেট করা হবে।
প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষ
১। মোঃ মোফাজ্জল হসাইন ১। মনোয়ারা
২। শাকিল মাহমুদ ২। ফুলমিয়া
৩। ৩। রোকসানা
৪। জুয়েল মাহমুদ ৪। সালমা
৫। ৫। মাজেদুল
৬। ৬। শহিদুল