Memorandum of Understanding between Classic Fashion Concept Ltd., Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA), Workers’ Representatives, and Workers, 22nd August 2020
২২ আগষ্ট, ২০২০
সমঝোতা চুক্তি
ক্লাসিক ফ্যাশন কনসেপ্ট লিঃ, টঙ্গী, গাজীপুর’র শ্রম সংক্রান্ত বিষয়ে ২২/০৮/২০২০ তারিখ বেলা ০২:০০ ঘটিকায় বিজিএমইএ অফিস, উত্তরা, ঢাকায় এক সমঝোতা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সমঝোতা সভায় সভাপতিত্ব করেন আ্যাডভোকেট মুনসুর খালেদ, সিনিয়র অতিরিক্ত সচিব (সিএমসি), বিজিএমইএ। সভায় আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ আবুল হোসেন, সিঃ উপ-সচিব (সিএমসি), বিজিএমইএ। কারখানার পক্ষে উপস্থিত ছিলেন জনাব এম এম রেজাওয়ানুর রহমান, জিএম, জনাব মোঃ শাহ আলম, ম্যানেজার এইচ আর এডমিন, জনাব মোঃ আমিনুল ইসলাম, ম্যানেজার একাউন্টস, ক্লাসিক ফ্যাশন কনসেপ্ট লিঃ এবং কর্মকর্তাদের পক্ষে প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ সারোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক, হাসনা আলম আসমা, সাধারন সম্পাদক, বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিক লীগ ও কারখানার ০৫ জন কর্মকর্তা।
বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিক লীগ কর্তৃক দাখিলকৃত ২৫ জন কর্মকর্তার তালিকা কারখানাতে প্রদান করা হয়। তন্মদ্ধ্যে ২৫ জনের ৫ জন কারখানাতে যোগদান করেন। ২ জন অনেক আগে পদত্যাগ করেন।
১। বকেয়া মজুরী যার যা পাওনা আছে তা প্রদান করা হবে।
৪। কারখানা কর্তৃপক্ষ উক্ত পাওনাদী ১৫/০৯/২০২০ তারিখ বেলা ২:০০ ঘটিকার সময় কারখানা থেকে প্রদান করবেন।
কারখানার প্রতিনিধি শ্রমিক প্রতিনিধি বিজিএমইএ’র প্রতিনিধি
এম এম রেজাওয়ানুর রহমান মোঃ সারোয়ার হোসেন মুনসুর খালেদ
মোঃ শাহ আলম হাসনা আলম আসমা মোঃ আবুল হোসেন
মোঃ আমিনুল ইসলাম ---------------
---------------