সম্মিলিত চুক্তির ডাটাবেজ

Memorandum of Understanding between Classic Fashion Concept Ltd., Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA), Workers’ Representatives, and Workers, 22nd August 2020

২২ আগষ্ট, ২০২০

সমঝোতা চুক্তি

ক্লাসিক ফ্যাশন কনসেপ্ট লিঃ, টঙ্গী, গাজীপুর শ্রম সংক্রান্ত বিষয়ে ২২/০৮/২০২০ তারিখ বেলা ০২:০০ ঘটিকায় বিজিএমইএ অফিস, উত্তরা, ঢাকায় এক সমঝোতা সভা অনুষ্ঠিত হয় উক্ত সমঝোতা সভায় সভাপতিত্ব করেন আ্যাডভোকেট মুনসুর খালেদ, সিনিয়র অতিরিক্ত সচিব (সিএমসি), বিজিএমইএ সভায় আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ আবুল হোসেন, সিঃ উপ-সচিব (সিএমসি), বিজিএমইএ কারখানার পক্ষে উপস্থিত ছিলেন জনাব এম এম রেজাওয়ানুর রহমান, জিএম, জনাব মোঃ শাহ আলম, ম্যানেজার এইচ আর এডমিন, জনাব মোঃ আমিনুল ইসলাম, ম্যানেজার একাউন্টস, ক্লাসিক ফ্যাশন কনসেপ্ট লিঃ এবং কর্মকর্তাদের পক্ষে প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ সারোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক, হাসনা আলম আসমা, সাধারন সম্পাদক, বাংলাদেশ বস্ত্র পোশাক শিল্প শ্রমিক লীগ কারখানার ০৫ জন কর্মকর্তা

বাংলাদেশ বস্ত্র পোশাক শিল্প শ্রমিক লীগ কর্তৃক দাখিলকৃত ২৫ জন কর্মকর্তার তালিকা কারখানাতে প্রদান করা হয় তন্মদ্ধ্যে ২৫ জনের জন কারখানাতে যোগদান করেন জন অনেক আগে পদত্যাগ করেন

বাকী ১৮ জন কর্মকর্তার পাওনাদীর বিষয়ে বিস্তারিত আলাপ আলোচনা শেষে সর্ব সম্মতিক্রমে নিম্নলিখিত সিদ্ধান্ত সমূহ গৃহীত হয়-

বকেয়া মজুরী যার যা পাওনা আছে তা প্রদান করা হবে

গত বছরের অর্জিত ছুটির টাকা (যদি থাকে) তা প্রদান করা হবে

শ্রমিক নেতৃবৃন্দের বিশেষ অনুরোধে অতিরিক্ত ৩০ দিনের মূল মজুরী প্রদান করা হবে

কারখানা কর্তৃপক্ষ উক্ত পাওনাদী ১৫/০৯/২০২০ তারিখ বেলা :০০ ঘটিকার সময় কারখানা থেকে প্রদান করবেন

কারখানার প্রতিনিধি               শ্রমিক প্রতিনিধি                     বিজিএমইএ প্রতিনিধি

এম এম রেজাওয়ানুর রহমান     মোঃ সারোয়ার হোসেন              মুনসুর খালেদ

মোঃ শাহ আলম                        হাসনা আলম আসমা                মোঃ আবুল হোসেন

মোঃ আমিনুল ইসলাম               ---------------

                                                ---------------

[{'id': '5000006130020', 'label': None}] - 2020

Start date: → 2020-08-22
End date: → Not specified
Name industry: → Manufacturing
Name industry: → গার্মেন্টস শিল্প
Public/private sector: → In the private sector
Concluded by:
Name company: →  None
Names trade unions: →  BTGWL Bangladesh Textile and Garments Workers League

WORKING HOURS, SCHEDULES AND HOLIDAYS

Paid annual leave: → -9.0 days
Paid annual leave: → -9.0 weeks
Provisions on flexible work arrangements: → No

WAGES

Wages determined by means of pay scales: → No
Adjustment for rising costs of living: → 

Once only extra payment

Once only extra payment due to company performance: → No
Once only extra payment takes place: → 2020-09

Extra payment for annual leave

Meal vouchers

Meal allowances provided: → No
Free legal assistance: → No
Loading...