Bipartite Memorandum of Understanding between Adams Apparels Ltd. and Bangladesh Garments, Textile & Leather Workers Federation (BGTLWF), 19th October 2020
তারিখঃ ১৯/১০/২০২০ইং
দ্বি-পাক্ষিক সমঝোতা
এ্যাডমস এ্যাপারেলস্ লিমিটেড কর্তৃপক্ষ ও BGTLWF এর মধ্যে দ্বি-পাক্ষিক সমঝোতা স্মারক
অদ্য ১৯-০৯-২০২০ ইং তারিখ বৃহস্পতিবার বেলা ০৪ ঘটিকায় এ্যাডামস এ্যাপারেলস্ লিমিটেড এর সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক শহীদুল হক মুকুল সাহেব ও বাংলাদেশ গার্মেন্টস টেক্সটাইল এন্ড লেদার ওয়ার্কার্স ফেডারেশনের পক্ষ থেকে সভাপতি বীরমুক্তিযোদ্ধা জনাব কুতুবউদ্দিন আহমেদ এবং সহ সভাপতি মফিদুল ইসলাম মোহন ও মহিলা সম্পাদিকা এবং মিরপুর আঞ্চলিক কমিটির সভাপতি জনাব শামীমা আক্তার এর উপস্থিতিতে এ্যাডামস এ্যাপারেলস্ এর সম্মেলন কক্ষে
১২ জন শ্রমিকের মেটারনিটি অর্থাৎ মাতৃকালীন ছুটি ও চাকুরীতে পূনর্বহল বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা শেষে উভয়পক্ষের সম্মতিক্রমে নিম্নেবর্ণিত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।সিদ্ধান্ত সমূহ নিম্নরূপঃ-
উক্ত সমঝোতা স্মারক আমরা উভয়পক্ষ একমত হয়ে নিম্নে স্বাক্ষর করিলাম।
দ্বি-পাক্ষিক সমঝোতা স্মারক স্বাক্ষরকারী পক্ষগন
দ্বি-পাক্ষিক সমঝোতা স্বাক্ষরঃ
_______________________________ ___________________________
|
জনাব শহীদুল হক মুকুল |
১। কুতুবউদ্দিন আহম্মেদ |
|
ব্যবস্থাপনা পরিচালক |
সভাপতি |
|
এ্যাডমস এ্যাপারেলস লিমিটেড |
BGTLWF ও সাবেক মহা-সচিব |
|
ইটিভি ভবন, প্লট-১৫-১৮, ওয়ার্ড-০২, লাইন-০৬, ব্লক-ডি, শহিদবাগ, সেকশন-১২, মিরপুর, ঢাকা- ১২১৬। |
ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিল
বাংলাদেশ গার্মেন্টস টেক্সটাইল এন্ড লেদার ওয়ার্কার্স ফেডারেশন (BGTLWF) |
|
|
অফিসঃ ৮৫ নয়াপল্টন (৩য় তলা), ঢাকা-১০০০। |
|
|
|
|
|
__________________________ |
|
|
২। মোঃ মফিদুল ইসলাম মোহন |
|
|
সহ-সভাপতি |
|
|
BGTLWF |
|
|
____________________ |
|
|
শামীমা আক্তার |
|
|
মহিলা সম্পাদিকা, BGTLWF ও সভাপতি, মিরপুর |
|
|
আঞ্চলিক কমিটি এবং সহ- সাধারণ সম্পাদিকা, |
|
|
(আইবিসি মহিলা কমিটি) |