বাংলাদেশ ফিনিসড্ লেদার, লেদার গুডস এন্ড ফুটওয়্যার এক্সপোটর্স এসোসিয়েশন,
বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন এবং হাজারীবাগ ট্যানারী ওয়ার্কার্স ইউনিয়ন
( রেজিঃ নং-বি-১০০৩৩) এর মধ্যে স্বাক্ষরিত দ্বি-পক্ষীয় চুক্তিনামা
( ০১ জানুয়ারি ২০০৬-৩১ ডিসেম্বর ২০০৭)
বাংলাদেশ ফিনিসড্ লেদার, লেদার গুডস্ এন্ড ফুটওয়্যার এক্সপোটার্স এসোসিয়েশন, বাড়ী নং- ৬১, সড়ক নং-২/এ, ধানমন্ডি, ঢাকা-১২০৯, বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন, ৯৯ হাজীরাবাগ, ঢাকা-১২০৯ এবং হাজারীবাগ ট্যানারী ওয়ার্কার্স ইউনিয়ন ( রেজিঃ নং-বি-১০৩৩) ১৮০/এ, হাজারীবাগ, ঢাকা-১২০৯ এর মধ্যে স্বাক্ষরিত দ্বি-পক্ষীয় সম্পর্ক অধ্যাদেশ (অদ্যাবধি সংশোধিত) এর ২৬(৩) ধারা মোতাবেক ১৭/০৪/২০০৬ ইং তারিখে স্বাক্ষরিত দ্বি-পক্ষীয় চুক্তিনামা।
| 
   মালিক এসোসিয়েশন পক্ষে উপস্থিত সম্মানিত প্রতিনিধিবৃন্দঃ  | 
  
   ওয়ার্কার্স ইউনিয়নের পক্ষে উপস্থিত সম্মানিত প্রতিনিধিবৃন্দ  | 
 ||
| 
   1|  | 
  
   জনাব মোঃ টিপু সুলতান চেয়ারম্যান, বিএফএলএলএফইএ পরিচালক বেঙ্গল লেদার কমপ্লেক্স লিঃ  | 
  
   1| 
 
 2|  | 
  
   জনাব আবুল কালাম আজাদ সভাপতি, হাজারীবাগ ট্যানারী ওয়ার্কার্স ্ইউনিয়ন। জনাব আবদুল মালেক সাধারণ সম্পাদক হাজারীবাগ ট্যানারী ওয়ার্কার্স ্ইউনিয়ন।  | 
 
| 
   2|  | 
  
   জনাব হাজী মোঃ হারুন চৌধুরী চেয়ারম্যান, বিটিএ ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী লেদার এন্ড কোং লিঃ  | 
  
   3|  | 
  
   জনাব আব্দুল করিম সহ-সভাপতি হাজারীবাগ ট্যানারী ওয়ার্কার্স ্ইউনিয়ন। (এপেক্স ট্যানারী লিঃ)  | 
 
| 
   3|  | 
  
   জনাব এম. এ. মাজেদ আহ্বয়ক, দাবিনামা ফয়সালা কমিটি নির্বাহী পরিচালক এপেক্স ট্যানারী লিঃ  | 
  
   4|  | 
  
   জনাব মোঃ নুরুল ইসলাম সহ-সভাপতি হাজারীবাগ ট্যানারী ওয়ার্কার্স ্ইউনিয়ন। (লেক্সকো লিঃ)  | 
 
| 
   4|  | 
  
   জনাব হামিদ উদ্দীন আহমেদ পরিচালক (প্রশাসন) লেক্সকো লিঃ  | 
  
   5|  | 
  
   জনাব অঅবদুর রাজ্জাক কোষাধ্যক্ষ সহ-সভাপতি হাজারীবাগ ট্যানারী ওয়ার্কার্স ্ইউনিয়ন। ( এপেক্স ট্যানারী লিঃ)  | 
 
| 
   5|  | 
  
   জনাব এস. এ. এম. এম. ইুরুদ্দিন ব্যবস্থাপনা পরিচালক কিড লেদার ইন্ডাস্ট্রি লিঃ  | 
  
   6|  | 
  
   জনাব টি. এম. লিয়াকত হোসেন সহ-সাধারণ সম্পাদক হাজারীবাগ ট্যানারী ওয়ার্কার্স ্ইউনিয়ন। ( ঢাকা হাইড এন্ড ক্সীনস্ লিঃ)  | 
 
| 
   6|  | 
  
   জনাব এম. এ. আউয়াল চেয়ারম্যান ঋুলুয়া ট্যানারী লিঃ  | 
  
   7|  | 
  
   জনাব নুরুল আমিন বাবুল সহ-সম্পাদক হাজারীবাগ ট্যানারী ওয়ার্কার্স ্ইউনিয়ন। (এইচ এনড এইচ লেদার ইন্ডাস্ট্রি লিঃ)  | 
 
| 
   7|  | 
  
   জনাব রেজাউর রহমান পরিচালক বে-ট্যানারীজ লিঃ  | 
  
   8|  | 
  
   জনাব এম. সিরাজ উদ্দিন সহ-সম্পাদক হাজারীবাগ ট্যানারী ওয়ার্কার্স ্ইউনিয়ন। (ঢাকা হাইড এন্ড স্কীনস লিঃ)  | 
 
| 
   8|  | 
  
   জনাব মুজাফফর রহমান ভাইস-চেয়ারম্যান, বিটিএ ব্যবস্থাপনা পরিচালক এম.বি ট্যানারী লিঃ  | 
  
   9|  | 
  
   জনাব হাদিউল ইসলাম সাংগঠনিক সম্পাদক হাজারীবাগ ট্যানারী ওয়ার্কার্স ্ইউনিয়ন। (ফিনিস্প লেদার কমপ্লেক্স লিঃ)  | 
 
| 
   9|  | 
  
   জনাব হাজী মোঃ আব্দুল হাই মহা-সচিব বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন  | 
  
   10|  | 
  
   জনাব শেখ আকরাম হোসেন দপ্তর সম্পাদক হাজারীবাগ ট্যানারী ওয়ার্কার্স ্ইউনিয়ন।  | 
 
| 
   10|  | 
  
   জনাব আলহাজ মজিবুর রহমান (মজু) সদস্য, কার্যনির্বাহী কমিটি, বিটিএ।  | 
  
   11|  | 
  
   জনাব আক্তার হোসেন প্রচার সম্পাদক হাজারীবাগ ট্যানারী ওয়ার্কার্স ্ইউনিয়ন।  | 
 
| 
   
  | 
  
   
  | 
  
   12|  | 
  
   জনাব আবুল খায়ের সদস্য কার্যকারী কমিটি হাজারীবাগ ট্যানারী ওয়ার্কার্স ্ইউনিয়ন। (এপেক্স ট্যানারী লিঃ)  | 
 
| 
   11|  | 
  
   জনাব রেজাউল করিম ব্যবস্থাপক, ঢাকা হাইড এন্ড স্কীনস্ লিঃ  | 
  
   13|  | 
  
   জনাব মোঃ সফি মিয়া সদস্য কার্যকারী কমিটি হাজারীবাগ ট্যানারী ওয়ার্কার্স ্ইউনিয়ন। (বেঙ্গল লেদার কমপ্লেক্স লিঃ)  | 
 
বিরোধের পটভূমি
গত ১৯/০১/২০০৬ ইং তারিখে হাজীরাবগ ট্যানারী ওয়ার্কার্স ইউনিয়ন ( রেজিঃ নং-বি-১০৩৩) এর পক্ষ হইতে ১৯৬৯ সালের শিল্প সম্পর্ক অধ্যাদেশ এর ২৬(১) ধারা মোতাবেক বাংলাদেশ ফিনিসড্ লেদার লেদার গুডস্ এন্ড ফুটওয়্যার এক্সপোর্টাস এসোসিয়েশন এবং বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশনভুক্ত সদস্য ট্যানারী সমূহের মালিকগণের নিকট ৫ (পাচ) দফা দাবীনামা পেশ করা হয়।
হাজারীবাগ ট্যানারী ওয়ার্কার্স ইউনিয়নের পেশকৃত ৫ (পাচ) দফা দাবীনামা ফয়সালার ব্যাপারে ১৯৬৯ সালের শিল্প সম্পর্ক অধ্যাদেশ এর ২৬(২) ধারা মোতাবেক বিভিন্ন ট্যানারীর মালিকগণের সাথে আলোচনার এক পর্যায়ে মালিকগণ দাবীনামা ফয়সালার সুবিধার্থে তাহাদের প্রতিনিধিত্বকারী সংগঠন বাংলাদেশ ফিনিস্ড লেদার, লেদার গুডস এন্ড ফুটওয়্যার এক্সপোটার্স এসোসিয়েশন ও বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশনকে দাবীনামা ফয়সালার জন্য দায়িত্ব প্রদান করেন যে, তাহাদের প্রতিনিধিত্বকারী এসোসিয়েশন শ্রমিকদের ইউনিয়নের সাথে দাবীনামা ফয়সালা এবং যে চুক্তি সম্পাদন করিবেন তাহার উহা মানিয়া লইবেন এবং তাহা যথাযথভাবে পালন করিবেন। ইহার পরিপ্রেক্ষিতে গত ২৫/০১/২০০৬ ইং তারিখে অনুষ্ঠিত বাংলাদেশ ফিনিস্ড লেদার, লেদার গুডস্ এন্ড ফুটওয়্যার এক্সপোটার্স এসোসিয়েশন এর কার্য নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় জনাব এম. এ মাজেদ, নির্বাহী পরিচালক, এপেক্স ট্যানারী লিঃ কে আহ্বায়ক করিয়অ ইউনিয়নের দাবীনামা ফয়সালার জন্য ১১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। যাহা এক পত্রের মাধ্যমে হাজারীবাগ ট্যানারী ওয়ার্কার্স ইউনিয়নকে অবহিত করা হয়।
অতঃপর গত ২৫/০২/২০০৬, ২৫/০৩/২০০৬, ১১/০৪/২০০৬ ও ১৭/০৪/২০০৬ ইং তারিখে এসোসিয়েশনের কর্মকর্তা ও সদস্যবৃন্দ এবং ট্যানারী ওয়ার্কার্স ইউনিয়নের কার্যকরী কমিটির মধ্যে দাবীনামা ফয়সালা ব্যাপারে দীর্ঘ আলোচনা অনুষ্ঠিত হয়। দাবীনামা ফয়সালার ব্যাপাওে এসোসিয়েশনের পক্ষে গঠিত কমিটির আহ্বায়ক জনাব এম. এ মাজেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত বৈঠকগুলিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফিনিস্ড লেদার, লেদার গুডস এন্ড ফুটওয়্যার এক্সপোটার্স এসোসিয়েশনের চেয়ারম্যান জনাব টিপু সুলতান, বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশনের চেয়ারম্যান জনাব হাজী মোঃ চৌধুরী, হাজারীবাগ ট্যানারী ওয়ার্কার্স ইউনিয়নের সভাপত জনাব আবুল কালাম আজাদ ও সাধারন সম্পাদক জনাব আব্দুল মালেকসহ উভয় এসোসিয়েশন এর কর্মকর্তা ও সদস্যবৃন্দ এবং ট্যানারী ওয়ার্কার্স ইউনিয়নে কার্যকরী কমিটির সদস্যবৃন্দ। উভয় পক্ষে বিভিন্ন সময় দীর্ঘ আলোচনার পর অদ্য ১৭/০৪/২০০৬ ইং তারিখে চূড়ান্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এই আলোচনায় উভয় পক্ষ সমঝোতায় উপনীত হওয়ার পর বাংলাদেশ ফিনিসড লেদার, লেদার গুডস এন্ড ফুটওয়্যার এক্সপোটার্স এসোসিয়েশন, বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন এবং হাজারীবাগ ট্যানারী ওয়ার্কার্স ইউনিয়নের নেতৃবৃন্দ/প্রতিনিধিগণের (নিম্ন স্বাক্ষরকারীগণের) উপস্থিতিতে ১৯৬৯ সালের শিল্প সম্পর্ক অধ্যাদেশ এর ২৬(৩) ধারা মোতাবেক নিম্ন বর্ণিত শর্তে দ্বিপক্ষীয় চুক্তিপত্র স্বাক্ষরিত হইল।
চুক্তির শর্তাবলীঃ
দাবী নং-১, মজুরী/বেতন ও ভাতাদিঃ
(ক) মজুরী/বেতনঃ
খ) ভাতাদিঃ
ভাতাদি এর উপর আলোচনায় ঐক্যমত হইল যে, পূর্বের চুক্তি ২০০৪ ইং মোতাবেক বর্তমানে ট্যনারী শিল্পে কার্যরত সকল ¯া’য়ী শ্রমিক/কর্মচারীদেরকে নিম্নলিখিত হারে ভাতা প্রদান করা হইবে।
ঘর ভাড়া শতকরা =৪০%
মহার্ঘ্য ভাতা শতকরা =৩০%
মেডিক্যাল ভাতা =১৫০/- টাকা
যাতায়াত ভাতা = ৬০/- টাকা
রেশনিং ভাতা = ২৫/- টাকা
গ) নৈশ ভাতাঃ
নৈশভাতা এর উপর আলোচনায় ঐকমত্য হইল যে, স্থায়ী/অস্থায়ী নির্বিশেষে কার্যরত প্রত্যেক শ্রমিক কর্মচারীদেরকে রাত্রিকালীন ডিউটির জন্যপ্রতিহাজিরার অতিরিক্ত ৫/- টাকা হিসাব নৈশভাতাপ্রদান করা হইবে।
ঘ) হ্যাজার্ডার্স ভাতাঃ
আপাততঃ স্থগিত রাখা হইল।
ঙ) বাৎসরিক ইনক্রিমেন্টঃ
বাৎসরিক ইনক্রিমেন্ট এর উপর আলোচনার ঐকমত্য হইল যে, ট্যানারী শিল্পেকার্যরতসকলস্থায়ী শ্রকিম/কর্মচারীদেরকে প্রতি বৎসর জানুয়ারিতে ৪ (চার) টি গ্রেডেনিম্নলিখিতহাওে বাৎসরিক ইনক্রিমেন্ট প্রদান করা হইবে। যথাক্রমে-উচ্চতর দক্ষ ৩৫/- টাকা, দক্ষ ৩২/- টাকা আধাদক্ষ ২৮/- টাকা এবংঅদক্ষ ২৫/- টাকা।
চ) গ্রাচুইটি ?
গ্র্যাচুইটি এর উপর আলোচনায় ঐকমত্য হইল যে, কোন শ্রমিক/কর্মচারী চাকুরী হইতে ইস্তফা দিলে বা মালিক কর্তৃক চাকুরীচ্যুত, ছাটাই ও ডিসমিস করা হইলে পূর্বের চুক্তি ২০০৪ইং মোতাবেক প্রতি এক বৎসর চাকুরীর জন্য এক মাসের বর্তমান প্রাপ্ত মূল বেতন গ্র্যাচুইটি হিসাবে প্রদান করা হইবে।
ছ) নোটিশ-পেঃ
নোটিশ-পে এর উপর আলোচনায় ঐকমত্য হইল যে, পূর্বে চুক্তি ২০০৪ ইং মোতাবেক শ্রমিক কর্মচারীদেরকে টার্মিনেশন/ ছাটাই করার ক্ষেত্রে বর্তমান শ্রম আইন অনুযায়ী ১২০/- (একশত বিশ) দিনের নোটিশ-পে প্রদান করা হইবে।
জ) হিসাব প্রদান পদ্ধতিঃ
হিসাব প্রদানের পদ্ধতির এর উপর ঐকমত্য হইল যে, পূর্বের চুক্তি ২০০৪ইং মোতাবেক চাকুরী হইতে অব্যাহতি প্রাপ্ত শ্রমিক কর্মচারীদেরকে চাকুরীর হিসাব প্রদানের ক্ষেত্রে নোটিশ-পে ও গ্র্যাচুইটির হিসাব প্রচলিত শ্রম আইন অনুযায়ী হিসাব করিয়া প্রদান করা হইবে।
ঝ) প্রভিডেন্ট ফান্ডঃ
প্রভিডেন্ট ফান্ড এর উপর আলোচআয় ঐকমত্য হইল যে, পূর্বের চুক্তি ২০০৪ ইং মোতাবেক কন্ট্রিবিউটরী প্রভিডেন্ট ফান্ডে প্রতিমাসে শ্রমিক কর্মচারীদের নিকট হইতে মূল বেতনের ১০% হারে টাকা কর্তন করিয়া সমপরিমাণ টাকা মালিক কর্তৃক প্রভিডেন্ট ফান্ডে জমা দিবেন এবং সম্পূর্ণ টাকা পি,এফ এর ব্যাংক একাউন্টে জমা রাখা হইবে। আলোচনায় আরো ঐক্যমত্য হইল যে, যে সকল ট্যানারীতে প্রভিডেন্ট ফান্ড ট্রাস্টিবোর্ড গঠন, বিধিমালা প্রণয়ন এবং ট্রাষ্ট দলিল রেজিষ্ট্রি করা হয় নাই ট্রাষ্ট্রি বোর্ডে শ্রমিক পক্ষের সমান সংখ্যক প্রতিনিধি নিয়া তাহা অবিলম্বে কার্যকর করা হইবে। কোন শ্রমিক কর্মচারীর চাকুরীকাল তিন বৎসর পূর্ণ হওয়ার পর চাকুরী হইতে ইস্তফা দিলে, বরখাস্ত হইলে অথবা যে কোন কারণে চাকুরীচ্যুত হইলে মালিকের কন্ট্রিবিউশনসহ এবং লভ্যাংশ হিসাব করিয়া টাকা প্রদান করা হইবে। আরো উল্লেখ্য যে, ফান্ডের কোন সদস্য শ্রমিক কর্মচারী মৃত্যুবরণ করিলে ১৫ (পনের) দিনের মধ্যে তাহার উত্তরাধিকারী নমিনীকে মালিক ও শ্রমিক/কর্মচারী উভয় পক্ষের কন্ট্রিবিউশন ও লভ্যাংশসহ সম্পূর্ণ টাকা প্রদান করা হইবে। প্রভিডেন্ট ফান্ড হইতে ফেরতযোগ্য অগ্রীম দেওয়ার নিয়ম অব্যাহত থাকিবে এবং চাকুরীর সময়সীমা ১০ (দশ) বৎসর উত্তীর্ণ হইলে সদস্যগণ প্রভিডেন্ট ফান্ডে উভয় পক্ষের জমাকৃত টাকার ৮০% টাকা এককালীণ উত্তোলন করিতে পারিবেন (অফেরতযোগ্য) যাহা তাহার চূড়ান্ত হিসাব হইতে কাটা যাইবে।
ঞ) গ্রুপ ইন্দুরেন্স:
গ্রুপ ইরেন্স এর উপর আলোচনায় ঐকমত্য হইল যে, ট্যানারীতে কার্যরত স্থায়ী/ অস্থায়ী নির্বিশেষে সকল শ্রমিক/ কর্মচারীদের জন্য চলতি বৎসর (২০০৬ইং) হইতে অবিলম্বে স্ব-স্ব কারখানার কর্তৃপক্ষের উদ্যোগে গ্রুপ ইস্যুরেন্স ব্যবস্থা চালু করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হইবে।
দাবী নং- ২, অস্থায়ী শ্রমিক কর্মচারী প্রসঙ্গেঃ
ক) অস্থায়ী শ্রমিক কর্মচারী স্থায়ী করা:
শ্রমিক স্থায়ীকরণ এর উপর আলোচনায় ঐকমত্য হইল যে, কারখানায় বর্তমানে কার্যরত সকল অস্থায়ী শ্রমিকদের মধ্য হইতে ৩০% শ্রমিককে চুক্তি স্বাক্ষরের তারিখ হইতে এক মাসের মধ্যে স্থায়ী শ্রমিক হিসাবে নিয়াগে পত্র প্রদান করা হইবে। ১লা জানুয়ারী/ ২০০৬ ইং হইতে তাহাদের সার্ভিস হিসাব করা হইবে। এখানে উল্লেখ্য যে, শ্রমিকদের চাকুরীর সিনিয়রিটি অনুযায়ী স্থায়ী করা হইবে।
অস্থায়ী শ্রমিক কর্মচারীদের মজুরী/ বেতন পুনঃ নির্ধারণ:
অস্থায়ী শ্রমিক কর্মচারীদের মজুরী/ বেতন এর উপর আলোচনায় ঐকমত্য হইল যে, চুক্তি স্বাক্ষরের সময় বর্তমানে বিভিন্ন ট্যানারীতে কার্যরত সকল অস্থায়ী শ্রমিক কর্মচারীদের ৮ ঘন্টা কাজের জন্য যাহাদের চাকুরীর মেয়াদ এক বৎসর বা ইহার উপরে তাহাদের বর্তমানে প্রাপ্ত দৈনিক মজুরীর সাথে ৯/- (নয় টাকা) যোগ করিয়া দৈনিক মজুরী পূনঃ নির্ধারণ করা হইবে এবং যাহাদের চাকুরীর মেয়াদ এক বৎসরের কম তাহাদের বর্তমানে প্রাপ্ত দৈনিক মজুরীর সাথে ৮/- (আট টাকা) যোগ করিয়া দৈনিক মজুরী পূনঃ নির্ধারণ করা হইবে। এখানে উল্লেখ্য যে, বর্তমানে (চুক্তি স্বাক্ষরের সময়) ট্যানারীতে কার্যরত সকল মহিলা শ্রমিকদেরকে ৮ ঘন্টা কাজের জন্য যাহাদের চাকুরীর মেয়াদ এক বৎসর বা ইহার উপরে তাহাদের বর্তমানে প্রাপ্ত দৈনিক মজুরীর সাথে ৬/- (ছয় টাকা) যোগ করিয়া এবং যাহাদের চাকুরীর মেয়াদ এক বৎসরের কম তাহাদের প্রাপ্ত দৈনিক মজুরীর সাথে ৫/- (পাঁচ টাকা) যোগ করিয়া দৈনিক মজুরী পূণঃ নির্ধারণ করা হইবে। আরো ঐকমত্য হইল যে, পুরুষ-মহিলা নির্বিশেষে অস্থায়ী শ্রমিক কর্মচারীদের বৰ্দ্ধিত মজুরী এবং ওভার টাইমের বকেয়া টাকা ১ জানুয়ারী ২০০৬ ইং হইতে প্রদান করা হইবে।
গ) ৮ ঘন্টা ডিউটি (শ্রম ঘন্টা) প্রসঙ্গেঃ
ইহার উপর আলোচনয় ঐকমত্য হইল যে, ট্যানারী শিল্পে কার্যরত সকল শ্রমিক কর্মচারীর দৈনিক কাজের সময়সীমা ৮ ঘন্টা হইবে। ৮ (আট) ঘন্টার অতিরিক্ত কাজ করিলে ওভারটাইম হিসাবে অতিরিক্ত মজুরী প্রদান করা হইব।
ঘ) অস্থায়ী শ্রমিক কর্মচারীদের ওভারটাইমঃ
অস্থায়ী শ্রমিক/কর্মচারীদের ওভারটাইম এর উপর আলোচনায় ঐকমত্য হইল যে, পূর্বের চুক্তি ২০০৪ইং মোতাবেক সকল অস্থায়ী শ্রমিক কর্মচারীদের ওভারটাইমের মজুরী দৈনিক ৮ (আট) ঘন্টা হাজিরার জন্য প্রাপ্ত মজুরী অনুযায়ী প্রদান করা হইবে।
ঙ) অস্থায়ী শ্রমিক/ কর্মচারীদের ছাটাই ও ক্ষতিপূরণঃ
অস্থায়ী শ্রমিক/ কর্মচারীদের ছাটাই ও ক্ষতিপূরণ এর উপর আলোচনায় ঐকমত্য হইল যে, পূর্বের চুক্তি ২০০৪ইং মোতাবেক অস্থায়ী শ্রমিক কর্মচারীদের ছাটাই করা হইলে ট্যানারী শিল্পে প্রচলিত নিয়ম এবং বর্তমান শ্রম আইন অনুযায়ী নোটিশ-পেসহ ক্ষতিপূরণ প্রদান করা হইবে।
চ) স্থায়ী কাজে অস্থায়ী শ্রমিক কর্মচারী নিয়াগে প্রসঙ্গেঃ
পূর্বের চুক্তি ২০০৪ইং মোতাবেক স্থায়ী কাজে অস্থায়ী শ্রমিক কর্মচারী নিয়োগ বন্ধসহ শ্রমিকদের কাজর গ্রেড ও বিভাগ ঠিক করা ইত্যাদি বিষয়গুলি কারখানার শ্রমিক প্রতিনিধি ও ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে আলোচনা করিয়া প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হইবে।
ছ) নতুন শ্রমিক/ কর্মচারী নিয়োগঃ
পূর্বের চুক্তি অনুযায়ী এই বিষয়টি কার্যকরী হইবে এবং কারখানায় কার্যরত শ্রমিক
কর্মচারীদের পোষ্যদেরকে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হইবে।
জ) নারী শ্রমিক কর্মচারী প্রসঙ্গে:
নারী শ্রমিক এর উপরে আলোচনায় ঐকমত্য হইল যে, পূর্বে চুক্তি ২০০৪ ইং মোতাবেক ট্যানারীতে কার্যরত সকল নারী শ্রমিক কর্মচারীদের জন্য পৃথক সৌচাগারের ব্যবস্থাসহ প্রচলিত শ্রম আইন অনুযায়ী প্রাপ্য সুবিধাদি প্রদান করা হইবে।
ঝ) অপ্রাপ্ত বয়স্ক/ শিশু শ্রমিক প্রসঙ্গে:
ইহার উপর আলোচনায় ঐকমত্য হইল যে, পূর্বের চুক্তি ২০০৪ ইং মোতাবেক ট্যানারী শিল্পে কোন অবস্থাতেই অপ্রাপ্ত বয়স্ক/ শিশু শ্রমিক নিয়োগ করা হইবে না। অচিরেই ট্যানারী শিল্পকে শিশু শ্রমিক মুক্ত ঘোষনা করা হইবে।
দাবী নং- ৩, দুর্ঘটনা জনিত ক্ষতিপূরণ ও ছুটি সমূহ প্রসঙ্গে
ক) দুর্ঘটনা ও ক্ষতিপূরণ:
দুর্ঘটনা ও ক্ষতিপূরণ এর উপর আলোচনায় ঐকমত্য হইল যে, পূর্বের চুক্তি ২০০৪ ইং মোতাবেক স্থায়ী/ অস্থায়ী নারী পুরুষ নির্বিশেষে কার্যরত অবস্থায় শ্রমিক কর্মচারী দুর্ঘটনার শিকার হইলে তাহাকে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হইবে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দুর্ঘটনার অবস্থা বুঝিয়া প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হইবে। এক্ষেত্রে হাজারীবাগ ট্যানারী শিল্পে প্রচলিত নিয়ম অনুসরণ করা হইবে। দুর্ঘটনায় শ্রমিক কর্মচারীর কোন অঙ্গহানী অথবা মৃত্যু হইলে ইউনিয়নের সাথে আলোচনার মাধ্যমে ক্ষতিপূরণ প্রদান করা হইবে। ইহাছাড়া দুর্ঘটনায় আহত শ্রমিক কর্মচারীদেরকে দুর্ঘটনার গুরুত্ব (গভীরতা) বিবেচনা করিয়া অর্থাৎ আহত শ্রমিক কর্মচারী যদি অন্য কোন হালকা কাজ করার যোগ্য থাকে তবে সে কাজ করিবে। কিন্তু দূর্ঘটনার গুরুত্ব (গভীরতা) যদি বেশী হয় যে, আহত ব্যক্তি কোন কাজ করিতে পরিবেনা তবে তাহাকে সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত চিকিৎসার খরচসহ স্ববেতনে ছুটি প্রদান করা হইবে।
খ) সাপ্তাহিক ছুটি:
সাপ্তাহিক ছুটির উপর আলোচনায় ঐকমত্য হইল যে, যে সকল ট্যানারীতে অস্থায়ী শ্রমিকদের সাপ্তাহিক ছুটি প্রদান করা হয়, তাহা বলবৎ থাকিবে।
গ) সরকার ঘোষিত সাধারণ, জাতীয় ও নির্বাহী আদেশে ছুটি
পূর্বের চুক্তি ২০০৪ইং মোতাবেক ট্যানারীতে বর্তমানে কার্যরত স্থায়ী/ অস্থায়ী, নারী-পুরুষ নির্বিশেষে সকল শ্রমিক/ কর্মচারীগণকে সরকার ঘোষিত উপরোক্ত ছুটিসমূহ প্রদান করা হইবে।
- ছুটির তালিকা নিম্নরূপ:-
ঈদ-উল-আজহা ৩ দিন
মহররম (আশুরা) ১ দিন
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১শে ফেব্রুয়ারী ১ দিন
স্বাধীনতা দিবস ২৬শে মার্চ ১ দিন
ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) ১ দিন
বাংলা নববর্ষ (১লা বৈশাখ) ১ দিন
মহান মে দিবস ১লা মে ১ দিন
বৌদ্ধ পূর্ণিমা ১ দিন
জন্মাষ্টমী ১ দিন
শব-ই-বরাত ১ দিন
দূর্গা পূজা ১ দিন
শব-ই-কদর ১ দিন
ঈদ-উল-ফিতর ৩ দিন
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস (৭ই নভেম্বর) ১ দিন
মহান বিজয় দিবস (১৬ই ডিসেম্বর) ১ দিন
যীশু খ্রিষ্টের জন্ম দিন (২৫শে ডিসেম্বর) ১ দিন
ঘ) ইউনিয়নের প্রতিষ্ঠা বার্ষিকী ও বার্ষিক সাধারণ সভার ছুটি:
পূর্বের চুক্তি ২০০৪ইং মোতাবেক স্থায়ী/ অস্থায়ী নারী-পুরুষ নির্বিশেষে বর্তমানে কারখানায় কার্যরত সকল শ্রমিক/ কর্মচারীদেরকে ইউনিয়নের প্রতিষ্ঠা বার্ষিকী (১১ই অক্টোবর) এবং বার্ষিক সাধারণ সভা (ইউনিয়ন কর্তৃক নির্ধারিত দিনে) উপলক্ষ্যে স্ব-বেতনে অর্ধবেলা (চার ঘন্টা) করিয়া ছুটি প্রদান করা হইবে। উল্লেখ্য যে, সকল শিফটে কার্যরত শ্রমিক কর্মচারীদের ডিউটি হইবে ৪ (চার) ঘন্টা।
ঙ) নৈমিত্তিক, চিকিৎসা ও বাৎসরিক ছুটি
পূর্বের চুক্তি ২০০৪ইং মোতাবেক ট্যানারীতে কার্যরত সকল শ্রমিক কর্মচারীদেরকে পূর্বের মত নৈমিত্তিক ছুটি ১০ দিন, চিকিৎসা ছুটি ১৪ দিন ও বাৎসরিক ছুটি ১৮ দিনে ১ দিন হিসাবে প্রদান করা হইবে।
চ)অর্জিত ছুটি
অর্জিত ছুটি এর উপর আলোচনায় ঐকমত্য হইল যে, পূর্বের চুক্তি- ২০০৪ইং মোতাবেক শ্রমিক। কর্মচারীদেরকে অর্জিত ছুটি অর্জনের ৬ (ছয়) মাসের মধ্যে কারখানা কর্তৃপক্ষের প্রয়োজনে ছুটি ভোগ করিতে না দিলে আইন মোতাবেক ছুটির পাওনা টাকা প্রদান করা হইবে।
ছ) ছুটি প্রদানে অনিয়ম দূর করা প্রসঙ্গে
শ্রমিক/কর্মচারীদের ছুটি প্রদানে অনিয়ম প্রসঙ্গে আলোচনায় ঐকমত্য হইল যে, পূর্বের চুক্তি ২০০৪ইং মোতাবেক ছুটি প্রদান ও গ্রহণের ক্ষেত্রে সকল প্রকার অনিয়ম দূর করা হইবে এবং লীভ কার্ড ও ছুটির ফরম ব্যবহারের মাধ্যমে ছুটি প্রদানের পদ্ধতি মানিয়া চলা হইবে।
জ) পবিত্র রমজান মাসে ডিউটি
পূর্বের চুক্তি ২০০৪ ইং মোতাবেক পবিত্র রমজান মাসে স্থায়ী/ অস্থায়ী, নারী-পুরুষ নির্বিশেষে বর্তমানে কারখানায় কার্যরত সকল শ্রমিক কর্মচারীদের ডিউটির সময়সীমা পূর্বের মত ৭ (সাত) ঘন্টা বলবৎ থাকিবে।
দাবী নং-৪, ট্যানারী শিল্প স্থানান্তর হলে শ্রমিকদের চাকুরীর নিশ্চয়তা ও ধারাবাহিকতা রক্ষা, স্থানান্তরকৃত জায়গায় ইউনিয়ন কার্যালয়, শ্রমিক কলোনী, হাসপাতাল স্থাপন, খেলার মাঠ ও চিত্তবিনোদনের জন্য ক্লাব ঘরের ব্যবস্থাসহ আনুসংগিক সুযোগ সুবিধা প্রদান প্রসঙ্গে।
দাবী নং- ৪ এর (ক) (খ) (গ) (ঘ) (ঙ) বিষয়ে আলোচনায় ঐকমত্য হইল যে, ট্যানারী শিল্প স্থানান্তরের প্রক্রিয়া শুরু হইলে হাজারীবাগ ট্যানারী ওয়ার্কার্স ইউনিয়নের সাথে সঠিক সময়ে আলোচনার মাধ্যমে উক্ত বিষয়টি নির্ধারণ এবং এব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হইবে।
দাবী নং-৫, বোনাসসহ অন্যান্য সুবিধাদি ও বিবিধ বিষয়
ক) বানোসঃ
বোনাস এর উপর আলোচনায় ঐকমত্য হইল যে, পূর্বের চুক্তি ২০০৪ ইং মোতাবেক বর্তমানে ট্যানারীতে কার্যরত স্থায়ী শ্রমিক কর্মচারীদেরকে ২ (দুই) মাসের মূল বেতনের সমপরিমাণ টাকা উৎসব বোনাস হিসাবে ঈদের কমপক্ষে সাত দিন পূর্বে প্রদান করা হইবে (ঈদুল ফিতরে ১ মাস ও ঈদুল আযহায় ১ মাস) এবং বর্তমানে কার্যরত নারী-পুরুষ নির্বিশেষে সকল অস্থায়ী শ্রমিক কর্মচারীদেরকে মোট ৪০ (চল্লিশ) দিনের হাজিরা/ মজুরীর সমপরিমাণ টাকা উৎসব বোনাস হিসাবে ঈদের কমপক্ষে ৭ (সাত) দিন পূর্বে প্রদান করা হইবে (ঈদুল ফিতরে ২০ দিন ও ঈদুল আযহায় ২০ দিন)। এখানে উল্লেখযোগ্য যে, বোনাস প্রদানের সময় যাহাদের কার্যকাল ৬ মাস পূর্ণ হইয়াছে তাহারা পূর্ণ বোনাস পাইবে এবং যাহাদের কার্যকাল ৬ মাসের কম তাহাদেরকে আনুপাতিক হারে বোনাস দেওয়া হইবে।
খ) পেশাগত স্থাস্থ্য, নিরাপত্তা ও কর্মপরিবেশঃ
উপরোক্ত বিষয়ে আলোচনায় ঐকমত্য ইহল যে, ট্যানারীতে কার্যরত শ্রমিক কর্মচারীদের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা সুরক্ষার ব্যাপারে কারখানার কর্তৃপক্ষের তরফ হইতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হইবে।
গ) পাশোক:
শ্রমিক/কর্মচারীদের পোশাক এর বিষয়টি বিবেচনাধীন রহিল।
ঘ) ক্যান্টিন:
ক্যান্টিন এর উপর আলোচনায় ঐকমত্য হইল যে, ক্যান্টিন স্থাপনের মত সুযোগ সুবিধা বা প্রয়োজনীয় জায়গা যে সকল ট্যানারীতে রহিয়াছে সেখানে কর্মরত শ্রমিক কর্মচারীদের জন্য সাবসিডি রেটে ক্যান্টিন চালুর ব্যবস্থা করা হইবে।
ঙ) হাজিরা কার্ড ও পরিচয় পত্র:
হাজিরা কার্ড ও পরিচয়পত্র এর উপর আলোচনায় ঐকমত্য হইল যে, পূর্বের চুক্তি ২০০৪ইং মোতাবেক ট্যানারীতে কার্যরত স্থায়ী/ অস্থায়ী, নারী-পুরুষ নির্বিশেষে সকল শ্রমিক কর্মচারীদেরকে হাজিরা কার্ড ও পরিচয়পত্র (যে ট্যানারীতে এখানে দেওয়া হয় নাই) অবিলম্বে দেওয়া হইবে।
চ) কোন কারণে কাজ বন্ধ থাকিলে শ্রমিকদের পূর্ণ হাজিরা প্রদান প্রসঙ্গে
উপরোক্ত বিষয়টির উপর আলোচনায় ঐকমত্য হইল যে, বিদ্যুৎ বিভ্রাটসহ কোন কারণে কাজ বন্ধ থাকিলে স্থায়ী/ অস্থায়ী সকল শ্রমিক কর্মচারীদেরকে পূর্ণ মজুরী বেতন প্রদানের বিষয়টি পূর্বের চুক্তি (১৯৯২ থেকে ২০০৪ইং) মোতাবেক এবং হাজারীবাগে প্রচলিত নিয়ম অনুযায়ী চালু থাকিবে।
ছ) কন্ট্রাক্টরী প্রথা বন্ধ প্রসঙ্গে:
কন্ট্রাক্টরী প্রথা বন্ধের বিষয়ে আলোচনায় ঐকমত্য হইল যে, পূর্বের চুক্তি (১৯৯৬ হইতে ২০০৪ ইং) মোতাবেক ট্যানারী শিল্পে কন্ট্রাক্টর নিয়োগের মাধ্যমে কোন কাজ করানো যাইবে না। সর্বত্রই সরাসরি মালিক কর্তৃক শ্রমিক কর্মচারী নিয়োগ করা হইবে। আলোচনার আরো ঐকমত্য হইল যে, কোথাও কন্ট্রাক্টরী প্রথা চালু থাকিলে তাহা বন্ধ করার ব্যাপারে বাংলাদেশ ফিনিসড লেদার, লেদার গুডস এন্ড ফুটওয়্যার এক্সপোটার্স এসোসিয়েশন ও বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন পদক্ষেপ গ্রহণ করিবেন।
জ) শ্রমিক কল্যাণ তহবিল
শ্রমিক কল্যাণ তহবিল এর উপরে আলোচনায় ঐকমত্য হইল যে, অদ্যাবধি যে সকল ট্যানারীতে শ্রমিক কল্যাণ তহবিলের চাঁদা বর্তন করা হয় নাই, অবিলম্বে পূর্বের চুক্তি ২০০৪ ইং মোতাবেক কারখানায় কার্যরত স্থায়ী/ অস্থায়ী নারী-পুরুষ নির্বিশেষে সকল শ্রমিক কর্মচারীদের মজুরী/ বেতন হইতে প্রতি মাসে ১ (এক) টাকা হিসাবে কারখানা কর্তৃপক্ষ কর্তন করিবেন এবং মালিক পক্ষ কল্যাণ তহবিলের জন্য জনপ্রতি ২/(দুই) টাকা প্রদান করিবেন। ১+২= ৩/- (তিন) টাকা এই হিসাবে সংগৃহীত সর্বমোট টাকা মালিক। কর্তৃপক্ষ প্রতিমাসে কল্যাণ তহবিলের ব্যাংক একাউন্টে সঞ্চয়ী হিসাব নং- ৮৮০৭, রূপালী ব্যাংক লিঃ হাজারীবাগ শাখা, ঢাকায় জমা দিবেন। আরো ঐকমত্য হইল যে, ট্যানারী শ্রমিক/কর্মচারীদের কল্যাণার্থে ও কল্যাণ মূলক কাজের সুবিধার্থে মালিকগণ বিভিন্ন খাত হইতে চাঁদা দিয়ে কল্যাণ তহবিলকে সমৃদ্ধ ও আরো কার্যকর করার ব্যাপারে সচেষ্ট থাকিবেন।
ঝ) ইউনিয়নের চাঁদা কর্তন
ইউনিয়নের মাসিক চাঁদার বিষয়ে আলোচনায় ঐকমত্য হইল যে, পূর্বের চুক্তি ২০০৪ ইং মোতাবেক বাংলাদেশ ফিনিসড লেদার, লেদার গুডস এন্ড ফুটওয়্যার এক্সপোটার্স এসোসিয়েশন ও বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশনের অন্তর্ভূক্ত সকল ট্যানারীতে কার্যরত স্থায়ী অস্থায়ী নারী-পুরুষ নির্বিশেষে সকল শ্রমিক/ কর্মচারীদের মজুরী/ বেতন হইতে প্রতি মাসে ৮/- (আট) টাকা হারে ইউনিয়নের মাসিক চাঁদা কর্তন করিয়া কারখানা কর্তৃপক্ষ ইউনিয়নের ব্যাংক একাউন্টে (হাজারীবাগ ট্যানারী ওয়ার্কার্স ইউনিয়ন, সঞ্চয়ী হিসাব নং ৮০৮১, রূপালী ব্যাংক লিঃ, হাজারীবাগ শাখা, ঢাকায়) জমা দিবেন এবং মাসান্তে জমাকৃত টাকার রসিদ ও চাঁদা আদায়ের বিবরণী ইউনিয়ন অফিসে প্রেরণ করিবেন।
ঞ) ইউনিয়নের অফিস সেক্রেটারী ও কর্মচারীর বেতন প্রসঙ্গেঃ
উপরোক্ত বিষয়টি আপাততঃ স্থগিত রাখা হইল।
ট) ইউনিয়ন অফিসে দৈনিক পত্রিকা প্রদান প্রসঙ্গে
উপরোক্ত বিষয়টি আপাততঃ স্থগিত রাখা হইল।
ঠ) ইউনিয়ন অফিসের আসবাবপত্র প্রদান প্রসঙ্গে:
ইউনিয়নের আসবাবপত্র ক্রয়ের জন্য বাংলাদেশ ফিনিসড লেদার, লেদার গুডস্ এন্ড ফুটওয়্যার এক্সপোটার্স এসোসিয়েশন ও বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশনের পক্ষ হইতে যৌথভাবে ১৫,০০০+১৫,০০০ = ৩০,০০০ (ত্রিশ হাজার) টাকা হাজারীবাগ ট্যানারী ওয়ার্কার্স ইউনিয়ন-বে এককালীণ প্রদান করা হইবে।
ড) ট্রেড ইউনিয়ন কার্যক্রম প্রসঙ্গে
ট্রেড ইউনিয়ন কার্যক্রম প্রসঙ্গে আলোচনায় ঐকমত্য হইল যে, ট্যানারী শ্রমিক কর্মচারীদেরকে ইউনিয়নের সদস্য হওয়ার ক্ষেত্রে কোন মালিক বাধা প্রদান বা চাকুরীচ্যুত করিবেন না। প্রচলিত শ্রম আইন অনুযায় সুষ্ঠু ট্রেড ইউনিয়ন আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে এসোসিয়েশনের পক্ষ হইতে সর্বাত্মক সহযোগীতা প্রদান করা হইবে এবং ট্যানারী ওয়ার্কার্স ইউনিয়নও চামড়া শিল্পের উন্নয়নের স্বার্থে পূর্ব ঐতিহ্য অনুযায় দায়িত্বশীল ভূমিকা পালন করিবেন। আরো ঐকমত্য হইল যে, ইউনিয়নের সভাপতি অথবা সাধারণ সম্পাদক এর সুপারিশক্রমে ইউনিয়নের কার্যকরী কমিটির সদস্যবৃন্দ ও কারখানার শ্রমিক প্রতিনিধিগণকে ট্রেড ইউনিয়ন কার্যক্রমে অংশগ্রহণের সুবিধার্থে স্ব-বেতনে ছুটি দেওয়া হইবে। আরো ঐকমত্য হইল যে, কোন কারখানায় মালিক শ্রমিক বিরোধ দেখা দিলে উভয় পক্ষই নিয়মতান্ত্রিকভাবে আলোচনার মাধ্যমে বিরোধ এর মীমাংসার ব্যাপারে সচেষ্ট থাকিবেন।প্রয়োজনে উভয় পক্ষ প্রচলিত আইন মোতাবেক পদক্ষেপ নিবেন।
ঢ) সরকার কর্তৃক ঘোষিত সুবিধাদি প্রদান প্রসঙ্গে
সরকার ঘোষিত ছুটি ব্যতীত অন্যান্য বিষয়টি আপাততঃ স্থগিত রাখা হইল।
ণ) শ্রমিক/ কর্মচারীদের প্রাপ্ত সুবিধাদি অব্যাহত রাখা প্রসঙ্গে
উপরোক্ত বিষয়ে আলোচনায় ঐকমত্য হইল যে, পূর্বের সকল চুক্তি (১৯৮৪ ইং হইতে ২০০৪ইং) মোতাবেক বিগত বৎসরগুলিতে মালিক এসোসিয়েশন (বাংলাদেশ ফিনিসড লেদার, লেদার গুডস এন্ড ফুটওয়্যার এক্সপোটার্স এসোসিয়েশন, বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন) ও হাজারীবাগ ট্যানারী ওয়ার্কার্স ইউনিয়ন রেজিঃ নং- বি- ১০৩৩ এর মধ্যে সম্পাদিত সকল চুক্তির শর্তাবলী অনুযায়ী যে সকল বিষয়ে মিমাংসা হইয়াছে এবং চুক্তিবলে ও ট্যানারী শিল্পে প্রচলিত নিয়ম অনুযায়ী এবং মালিক কর্তৃপক্ষের সাথে সমঝোতার মাধ্যমে শ্রমিক কর্মচারীগণ আর্থিক সুবিধাসহ যে সমস্ত সুযোগ সুবিধা ভোগ করিয়া আসিতেছেন (যাহা অত্র চুক্তিনামায় উল্লেখ করা সম্ভব হয় নাই) তাহা অব্যাহত থাকিবে।
ত) চুক্তি কার্যকরী প্রসঙ্গেঃ
হাজারীবাগ ট্যানারী ওয়ার্কার্স ইউনিয়ন কর্তৃক পেশকৃত ৫ (পাঁচ) দফা দাবীনামার প্রেক্ষিতে সম্পাদিত এই চুক্তিদ্বারা প্রাপ্য সুবিধাদি প্রদানসহ এই চুক্তিনামা ১লা জানুয়ারী ২০০৬ ইং হইতে কার্যকরী হইবে এবং ইহার মেয়াদ ৩১ ডিসেম্বর ২০০৭ পর্যন্ত বলবৎ থাকিবে। আরো উল্লেখ্য যে, চুক্তি স্বাক্ষরের তারিখ হইতে এক মাসের মধ্যে চুক্তি সম্পূর্ণ বাস্তবায়ন করা হইবে। এই চুক্তি বাংলাদেশ ফিনিসড লেদার, লেদার গুডস এন্ড ফুটওয়্যার এক্সপোটার্স এসোসিয়েশন ও বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশনের সকল সদস্য ট্যানারীতে কার্যরত শ্রমিক কর্মচারীদের জন্য প্রযোজ্য হইবে। প্রসঙ্গত উল্লেখ্য যে, বাংলাদেশ ফিনিসড লেদার, লেদার গুডস এন্ড ফুটওয়্যার এক্সপোটার্স এসোসিয়েশন ও বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশনের সম্মানিত সকল সদস্যবৃন্দ এবং হাজারীবাগ ট্যানারী ওয়ার্কার্স ইউনিয়ন চুক্তির সমস্ত শর্তাবলী মানিয়া চলিবেন। উপরোক্ত বিষয়ে আলোচনায় ঐকমত্য হইল যে, ইউনিয়নের পক্ষ হইতে এই চুক্তির শর্তাবলী হাজারীবাগস্থ সকল ট্যানারীতে কার্যকরী করার ব্যবস্থা নিলে এসোসিয়েশনের পক্ষ হইতে সহযোগীতা প্রদান করা হইবে। আশাকরা যাইতেছে যে এই চুক্তি বাস্তবায়নের মাধ্যমে ট্যানারী শিল্পে কর্মরত সকল শ্রমিক/কর্মচারীগণ স্ব স্ব অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করিয়া পণ্যের গুণগতমান রক্ষা ও উৎপদান বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করিবেন।
| 
   বাংলাদেশ ফিনিসড্ লেদার, লেদার গুডস এন্ড ফুটওয়্যার এক্সপোটর্স এসোসিয়েশন, বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন এর প্রতিনিধির স্বাক্ষরঃ  | 
  
   ওয়ার্কার্স ইউনিয়নের পক্ষে উপস্থিত সম্মানিত প্রতিনিধিবৃন্দ  | 
 ||
| 
   1|  | 
  
   জনাব মোঃ টিপু সুলতান চেয়ারম্যান, বিএফএলএলএফইএ পরিচালক বেঙ্গল লেদার কমপ্লেক্স লিঃ  | 
  
   1| 
 
 2|  | 
  
   জনাব আবুল কালাম আজাদ সভাপতি, হাজারীবাগ ট্যানারী ওয়ার্কার্স ্ইউনিয়ন। জনাব আবদুল মালেক সাধারণ সম্পাদক হাজারীবাগ ট্যানারী ওয়ার্কার্স ্ইউনিয়ন।  | 
 
| 
   2|  | 
  
   জনাব হাজী মোঃ হারুন চৌধুরী চেয়ারম্যান, বিটিএ ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী লেদার এন্ড কোং লিঃ  | 
  
   3|  | 
  
   জনাব আব্দুল করিম সহ-সভাপতি হাজারীবাগ ট্যানারী ওয়ার্কার্স ্ইউনিয়ন। (এপেক্স ট্যানারী লিঃ)  | 
 
| 
   3|  | 
  
   জনাব এম. এ. মাজেদ আহ্বয়ক, দাবিনামা ফয়সালা কমিটি নির্বাহী পরিচালক এপেক্স ট্যানারী লিঃ  | 
  
   4|  | 
  
   জনাব মোঃ নুরুল ইসলাম সহ-সভাপতি হাজারীবাগ ট্যানারী ওয়ার্কার্স ্ইউনিয়ন। (লেক্সকো লিঃ)  | 
 
| 
   4|  | 
  
   জনাব হামিদ উদ্দীন আহমেদ পরিচালক (প্রশাসন) লেক্সকো লিঃ  | 
  
   5|  | 
  
   জনাব অঅবদুর রাজ্জাক কোষাধ্যক্ষ সহ-সভাপতি হাজারীবাগ ট্যানারী ওয়ার্কার্স ্ইউনিয়ন। ( এপেক্স ট্যানারী লিঃ)  | 
 
| 
   5|  | 
  
   জনাব এস. এ. এম. এম. ইুরুদ্দিন ব্যবস্থাপনা পরিচালক কিড লেদার ইন্ডাস্ট্রি লিঃ  | 
  
   6|  | 
  
   জনাব টি. এম. লিয়াকত হোসেন সহ-সাধারণ সম্পাদক হাজারীবাগ ট্যানারী ওয়ার্কার্স ্ইউনিয়ন। ( ঢাকা হাইড এন্ড ক্সীনস্ লিঃ)  | 
 
| 
   6|  | 
  
   জনাব এম. এ. আউয়াল চেয়ারম্যান ঋুলুয়া ট্যানারী লিঃ  | 
  
   7|  | 
  
   জনাব নুরুল আমিন বাবুল সহ-সম্পাদক হাজারীবাগ ট্যানারী ওয়ার্কার্স ্ইউনিয়ন। (এইচ এনড এইচ লেদার ইন্ডাস্ট্রি লিঃ)  | 
 
| 
   7|  | 
  
   জনাব রেজাউর রহমান পরিচালক বে-ট্যানারীজ লিঃ  | 
  
   8|  | 
  
   জনাব এম. সিরাজ উদ্দিন সহ-সম্পাদক হাজারীবাগ ট্যানারী ওয়ার্কার্স ্ইউনিয়ন। (ঢাকা হাইড এন্ড স্কীনস লিঃ)  | 
 
| 
   8|  | 
  
   জনাব মুজাফফর রহমান ভাইস-চেয়ারম্যান, বিটিএ ব্যবস্থাপনা পরিচালক এম.বি ট্যানারী লিঃ  | 
  
   9|  | 
  
   জনাব হাদিউল ইসলাম সাংগঠনিক সম্পাদক হাজারীবাগ ট্যানারী ওয়ার্কার্স ্ইউনিয়ন। (ফিনিস্প লেদার কমপ্লেক্স লিঃ)  | 
 
| 
   9|  | 
  
   জনাব হাজী মোঃ আব্দুল হাই মহা-সচিব বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন  | 
  
   10|  | 
  
   জনাব শেখ আকরাম হোসেন দপ্তর সম্পাদক হাজারীবাগ ট্যানারী ওয়ার্কার্স ্ইউনিয়ন।  | 
 
| 
   10|  | 
  
   জনাব আলহাজ মজিবুর রহমান (মজু) সদস্য, কার্যনির্বাহী কমিটি, বিটিএ।  | 
  
   11|  | 
  
   জনাব আক্তার হোসেন প্রচার সম্পাদক হাজারীবাগ ট্যানারী ওয়ার্কার্স ্ইউনিয়ন।  | 
 
| 
   
  | 
  
   
  | 
  
   12|  | 
  
   জনাব আবুল খায়ের সদস্য কার্যকারী কমিটি হাজারীবাগ ট্যানারী ওয়ার্কার্স ্ইউনিয়ন। (এপেক্স ট্যানারী লিঃ)  | 
 
| 
   11|  | 
  
   জনাব রেজাউল করিম ব্যবস্থাপক, ঢাকা হাইড এন্ড স্কীনস্ লিঃ  | 
  
   13|  | 
  
   জনাব মোঃ সফি মিয়া সদস্য কার্যকারী কমিটি হাজারীবাগ ট্যানারী ওয়ার্কার্স ্ইউনিয়ন। (বেঙ্গল লেদার কমপ্লেক্স লিঃ)  | 
 
অনুলিপিঃ সদয় অবগতির জন্য প্রেরণ করা হইলঃ
১। সচিব, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ সচিবালয়, ঢাকা
২। শ্রম পরিচালক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, শ্রম পরিদপ্তর, ৪ রাজউক এভিনিউ, ঢাকা
৩। প্রদান পরিদর্শক, কলকারখানা ও প্রতিষ্ঠানসমূহ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, শ্রম পরিদপ্তর, ৪ রাজউক এভিনিউ, ঢাকা
৪। যুগ্ম শ্রম পরিচালক, ঢাকা বিভাগ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, ১৯৬,শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণী, ঢাকা
৫। উপ-প্রধান পরিদর্শক, কলকারখানা ও প্রতিষ্ঠান সমূহ, ঢাকা বিভাগ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, ২৯, পুরানা পল্টন, ঢাকা