বাংলাদেশ ফিনিশড্ লেদার, লেদার গুডস্ এন্ড ফুটওয়্যার এক্সপোটার্স এসোসিয়েশন, বাড়ী নঙ-৩২/এ, রোড নঙ-২, ধানমন্ডি ঢাকা-১২০৯। ট্যানারী ওয়ার্কার্স ইউনিয়ন রেজি: নং- বি-১০৩৩), ১৮০/এ, হাজীরাবাগ, ডঅক ১২০৯ ও সালিশী কারক যুগ্ম শ্রম পরিচালকের কার্যালয়, ঢাকা বিভাগ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ১৯৬, শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণী,
| 
   মালিক পক্ষে উপস্থিত সম্মানীত প্রতিনিধিবৃন্দ  | 
  
   শ্রমিক পক্ষে উপস্থিত সম্মানীত প্রতিনিধিবৃন্দ  | 
 ||
| 
   01|  | 
  
   আলহাজ্ব মোঃ রেজাউল করিম আনসারী চেয়ারম্যান, বিএফএলএলএফইএ ব্যবস্থাপনা পরিচালক, করিম লেদার্স লিঃ  | 
  
   1| 
  | 
  
   আবুল কালাম আজাদ সভাপতি ট্যানারী ওয়ার্কার্স ইউনিয়ন 
  | 
 
| 
   02|  | 
  
   এম. এ. রশীদ ভূইয়া সদস্য, উপদেষ্টা পরিষদ, বিএফএলএলএফইএ ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা হাইড এন্ড স্কীনস, লিঃ  | 
  
   02|  | 
  
   আবদুল মালেক সাধারণ সম্পাদক ট্যানারী ওয়ার্কার্স ইউনিয়ন  | 
 
| 
   03|  | 
  
   মোঃ টিপু সলতান সাবেক চেয়ারম্যান, বিএফএলএলএফইএ পরিচালক, বেঙ্গল রেদার কমপ্লেক্স লিঃ  | 
  
   03|  | 
  
   মোঃ নুরুল ইসলাম সহ-সভাপতি ট্যানারী ওয়ার্কার্স ইউনিয়ন (লেক্সকো লিমিটেড) 
  | 
 
| 
   04|  | 
  
   আবদুল আউয়াল নান্নু সিনিয়র ভাইস চেয়ারম্যান বিএফএলএলএফইএ চেয়ারম্যান, ভুলুয়া ট্যানারী লিঃ  | 
  
   04|  | 
  
   আবুল খায়ের সহ-সভাপতি ট্যানারী ওয়ার্কার্স ইউনিয়ন (এপেক্স ট্যানারী লিঃ) 
  | 
 
| 
   05|  | 
  
   এম. এ. মাজেদ আহ্বায়ক, ট্যানারী শিল্প শ্রমিক উপ-কমিটি নির্বাহী পরিচালক, এপেক্স ট্যানারী লিঃ  | 
  
   05|  | 
  
   আবদুর রাজ্জাক কোষাধ্যক্ষ ট্যানারী ওয়ার্কার্স ইউনিয়ন (এপেক্স ট্যানারী লিঃ) 
  | 
 
| 
   06|  | 
  
   আবুল কালাম আজাদ সদস্য, ট্যানারী শিল্প শ্রমিক উপ-কমিটি ব্যবস্থাপনা পরিচালক, কালাম ব্রাদার্স ট্যানারী লিঃ  | 
  
   06|  | 
  
   টি. এম. লিয়াকত হোসেন সহ-সাধারণ সম্পাদক ট্যানারী ওয়ার্কার্স ইউনিয়ন (ঢাকা হাইউ এন্ড স্কীনস্ লিঃ) 
  | 
 
| 
   07|  | 
  
   রেজাউর রহমান সদস্য, ট্যানারী শিল্প শ্রমিক উপ-কমিটি টেকনিক্যাল ডাইরেক্টর, বে-ট্যানারীজ লিঃ  | 
  
   07|  | 
  
   নূরুল আমিন বাবুল সহ-সম্পাদক ট্যানারী ওয়ার্কার্স ইউনিয়ন (এইচএন্ডএইট লেদার ইন্ডা: লি:) 
  | 
 
| 
   08|  | 
  
   মোক্তার আহমেদ ভূঁইয়া সদস্য, ট্যানারী শিল্প শ্রমিক উপ-কমিটি ব্যবস্থাপনা পরিচালক, মুক্তি ট্যারানী লিঃ  | 
  
   08|  | 
  
   এম. সিরাজ উদ্দিন সহ-সম্পাদক ট্যানারী ওয়ার্কার্স ইউনিয়ন (ঢাকা হাইড এন্ড স্কীনস্ লিঃ) 
  | 
 
| 
   09|  | 
  
   হাজী মোঃ আবুল কাসেম সদস্য, ট্যানারী শিল্প শ্রমিক উপ-কমিটি সত্ত্বাধিকারী, মিতালী ট্যানারী।  | 
  
   09|  | 
  
   হাদিউল ইসলাম সাংগঠনিক সম্পাদক ট্যানারী ওয়ার্কার্স ইউনিয়ন (ফিনিক্স লেদার কমপ্লেক্স লিঃ) 
  | 
 
| 
   
  | 
  
   
  | 
  
   10|  | 
  
   আক্তার হোসেন প্রচার সম্পাদক ট্যানারী ওয়ার্কার্স ইউনিয়ন 
  | 
 
| 
   
  | 
  
   
  | 
  
   11|  | 
  
   মোঃ দেলোয়ার হোসেন সদস্য, কার্যকারী কমিটি ট্যানারী ওয়ার্কার্স ইউনিয়ন (ঢাকা ডাইন্ড এন্ড স্কীনস্ লিঃ)  | 
 
মোহাম্মাদ সাজ্জাদ হোসেন খান
শ্রম কর্মকর্তা ও সালিশীকারক
যুগ্ম শ্রম পরিচালকের কার্যালয়
ঢাকা বিভাগ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বিরোধের পটভূমী
গত ১৩-১০-২০১০ ইং তারিখে ট্যানারী ওয়ার্কার্স ইউনিয়ন (রেজি নং: বি-১০৩৩) এর পক্ষ হইতে বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ২০৯ ধারা মাতাবেক ৫ দফা দাবীনামা উত্থাপন এবং ২১০ (১) ধারা মোতাবেক বাংলাদেশ ফিনিশড লেদার, লেদার গুডস্ এন্ড ফুটওয়ার এক্সপোটার্স এসোসিয়েশন ভূক্ত সদস্য ট্যানারী সমূহের মালিকগণের নিকট ০৫ (পাঁচ) দফা দাবীনামা পেশ করা হয়। বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ২১০ (২) ধারা মোতাবেক দাবীনামা প্রাপ্তির ১৫ দিনের মধ্যে উহা নিষ্পত্তির লক্ষ্যে দ্বি-পক্ষীয় আলোচনা বৈঠকের ব্যবস্থা করা সম্ভব না হওয়ায় ট্যানারী ওয়ার্কার্স ইউনিয়ন পক্ষ হইতে শ্রম আইন ২০০৬ এর ২১০ (৪) ধারা মোতাবেক ত্রি-পক্ষীয় সালিশীর মাধ্যমে দাবীনামা নিষ্পত্তির জন্য আবেদন করিয়া ঢাকাি বভাগীয় যুগ্ম শ্রম পরিচালকের নিকট চিঠি দেওয়া হয়। যুগ্ম শ্রম পরিচালক মহোদয় ইউনিয়নের আবেদনটি গ্রহণ করিয়া উহা ত্রি-পক্ষীয় সালিশীর মাধ্যমে নিস্পত্তি করার লক্ষ্যে শ্রম কর্তকর্তা জনাব মোহাম্মদ সাজ্জাদ হোসেন খানকে সালিশীকারক হিসাবে দায়িত্ব প্রদান করেন। এই পরিপ্রেক্ষিতে যুগ্ম শ্রম পরিচালকের কার্যালয়ে ত্রি-পক্ষীয় সভা আহবান করা হয়। উক্ত সভায় ইউনিয়নের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। মালিক পক্ষ উক্ত সবায় উপস্থিত হইতে না পারায় এসোসিয়েশনের পক্ষ হইতে চিঠির মাধ্যমে সময় দেওয়ার জন্য অনুরোধ করা হইলে সালিশীকারক পরবর্তী সভার তারিখ ১৮-০২-২০১০ ইং বিকাল ৩টায় ধার্য করেন। গত ১৮-০২-২০১০ ইং তারিখে যুগ্ম শ্রম পরিচালকের কার্যালয়ে উভর পক্ষের উপস্থিতিতে ত্রি-পক্ষীয় সভা অনুষ্ঠিত হয়। সভায় মালিক পক্ষের প্রতিনিধিগণ ইউনিয়নের ৫ দফা দাবী নামা হাজারীবাগের ঐতিহ্য এবং পূর্বের ধারাবাহিকতায় স্থানীয় ভাবে অনানুষ্ঠানিক দ্বি-পক্ষয়ি আলাপ আলোচনার মাধ্যমে মীমাংসা করার জন্য আগ্রহ প্রকাশ করিলে ইউনিয়নের প্রতিনিধিগণ এই ব্যাপারে কোন আপত্তি না করায় সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় যে, দাবীনামা ফয়সালা ও চুক্তি সম্পাদনের লক্ষ্যে মালিক ও শ্রমিক পক্ষের প্রতিনিধিগণ স্থানীয়ভাবে অনানুষ্ঠানিক দ্বি-পক্ষীয় আলাপ আলোচনার মাধ্যমে মীমাংসায় উপনীত হওয়ার প্রচেষ্টা চালাইবেন।
অত:পর গত ২০-০২-২০১০ ইং, ০১-০৩-২০১০ ইং, ২৫-০৩-২০১০ ইং, ১০-০৪-২০১০ ইং, ২৯-০৪-২০১০ ইং ০৮-০৫-২০১০ ইং ও ১১-০৫-২০১০ ইং তারিখে মালিকদেও প্রতিনিধিত্বকারী বাংলাদেশ ফিনিশড্ লেদার, লেদার গুডস্ এন্ড ফুটওয়্যার এক্সপোটার্স এসোসিয়েশন ও শ্রমিকদেও প্রতিনিধিত্বকারী ট্যানারী ওয়ার্কার্স ইউনিয়নের নেতৃবৃন্দের মধ্যে আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দীর্ঘ আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচ্যনায় উপভয়পক্ষের মধ্যে সমঝোতা হওয়ার পর অদ্য ১১/০৫/২০১০ ইং তারিখে চূড়ান্ত আলোচনার জন্য যুগ্ম শ্রম পরিচালক ঢাকা বিভাগের কার্যালয়ে শ্রম কর্মকর্তা ও সালিশী কারক জনাব মোহাম্মদ সাজ্জাদ হোসেন খান এর সভাপতিত্বে ত্রি-পক্ষীয় সভা অনুষ্ঠিত হয়। সভায় উভয় পক্ষ ঐক্যমতে উপনীত হইলে বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ২১০ (৮) ধারা মোতাবেক নিম্নলিখিত শর্তে ত্রি-পক্ষীয় চুক্তিপত্র স্বাক্ষরিত হইল।
চুক্তির শর্তাবলী
দাবী নং-১
(ক) মজুরী/বেতন পুনঃনির্ধারণঃ
উপরোক্ত বিষয়ে আলোচনায় ঐক্যমত হইল যে, ট্যানারী শিল্প প্রতিষ্ঠানে বর্তমানে ০৪ (চার)টি গ্রেড্রে কার্যরত সকল স্থায়ী শ্রমিক কর্মচারীগণকে বকেয়া বাৎসরিক ইনক্রিমেন্ট ২০০৯ যে ট্যানরারীতে দেওয়া হয় নাই) দেওয়ার পর যে মূল মজুরী (বেসিক) দাড়াইবে উহার উপর শতকরা ৩০% হাওে মজুরী বৃদ্ধি করিয়া মূল মজুরী পুনঃনির্দারণ করা ইহবে এবং ০১ জানুয়ারি ২০১০ হইতে বর্ধিত বেতন, ভাতাদি ও ওভার টামের বকেয়াসহ প্রদান করা হইবে।
(খ) অস্থায়ী শ্রমিক কর্মচারীদের মজুরী পুন:নির্ধারণঃ
(গ) বাৎসরিক ইনক্রিমন্টেঃ
উপরোক্ত বিষয়ে আলোচনায় ঐক্যমত হইল যে, ট্যানারী শিল্প প্রতিষ্ঠানে কার্যরত সকল স্থায়ী শ্রমিক কর্মচারীগণকে ২০০৮ ইং সালের চুক্তি মোতাবেক বাৎসরিক ইনক্রিমেন্ট প্রদান বলবৎ থাকিবে এবং প্রতি বৎসর জানুয়ারিতে ৪ (চার)টি গ্রেডে কার্যরত শ্রমিক কর্মচারীগণকে নিম্নলিখিত হাবে বাৎসরিক ইনক্রিমন্টে প্রদান করা হইবে।
উচ্চরত দক্ষ - ৪০.০০ টাকা।
দক্ষ - ৩৭.০০ টাকা।
আধাদক্ষ - ৩৩.০০ টাকা।
অদক্ষ - ৩০.০০ টাকা।
(ঘ) ভাতাদিঃ
উপরোক্ত বিষয়ে আলোচনায় ঐক্যমত হইল যে, ট্যানারী শিল্প প্রতিষ্ঠানে কার্যরত সকল স্থায়ী শ্রমিক কর্মচারীগণকে পূর্বের চুক্তি ২০০৮ ইং মোতাবেক ম্নিলিখিত যে ভাতাদি প্রদান করা হয় তাহা বলবৎ থাকিবে।
ঘর ভাড়া - শতকরা ৪০%
মহার্ঘ্য ভাতা - শতকরা ৩০%
মেডিক্যাল ভাতা- ১৫০.০০ টাকা।
রেশনিং ভাতা - ২৫.০০ টাকা।
(ঙ) নৈশভাতাঃ
উপরোক্ত বিষয়ে আলোচনায় ঐক্যমত হইল যে, ট্যানারী শিল্প প্রতিষ্ঠানে কার্যরত স্থায়ী-অস্থায়ী নির্বিশেষে প্রত্যেক শ্রমিক কর্মচারীগণকে রাত্রিকালীন ডিউটির জন্য পূর্বেও চুক্তি ২০০৬ ইং মোতাবেক প্রতি হাজিরার অতিরিক্ত নূন্যতম ৫.০০ টাকা হারে নৈশভাতা প্রদান সহ যেখানে ইহার অধিক হারে নৈশ ভাতা দেওয়া হয় তাহা বলবৎ থাকেিব। ইউনিয়নের দাবীর তুলনায় এবং বাস্তবতার আলোকে এই ভাতা নিতান্তই কম বিধায় মালিকঘন স্ব-উদ্যেগে বর্ধিত হাওে নৈশভাতা প্রদান করিতে পারিবেন।
(চ) নাস্তার টাকাঃ
উপরোক্ত বিষয়ে আলোচনায় ঐক্যমত হইল যে, ট্যানারী শিল্প প্রতিষ্ঠানে কার্যরত স্থায়ী অস্থায়ী নির্বিশেষে প্রত্যেক শ্রমিক কর্মচারীগণকে পূর্বের চুক্তি ২০০৮ ইং মোতাবেক মজুরী/ বেতনের অতিরিক্ত দৈনিক নূন্যতম ৭ (সাত) টাকা হারে নাস্তার টাকা প্রদানসহ যেখানে হইার অধিক হাওে নাস্তার টাকা দেওয়া হয় তাহা বলবৎ থাকিবে। ইউনিয়নের দাবীর তুলনায় এবং বাস্তবতার আলোকে এই টাকা নিতান্তই কম বিধায় মালিকগণ স্ব-উদ্যোগে বর্ধিত হারে নাস্তার টাকা প্রদান করিতে পারিবেন।
(ছ) প্রভিডেন্ট ফান্ডঃ
উপরোক্ত বিষয়ে আলোচনায় ঐক্যমত হইল যে, পুর্বের চুক্তি ২০০৬ ইং সহ বিভিন্ন সময় সম্পাদিত দ্বি-পক্ষীয় চুক্তি মোতাবেক কন্ট্রিবিউটরী প্রভিডেন্ট ফান্ডের জন্য প্রতি মাসে শ্রমিক কর্মচারীদের নিকট হইতে মূল বেতনে ১০% হারে টাকা কর্তন করিয়া সমপরিমাণ টাকা মালিক কর্তৃক প্রভিডেন্ট ফান্ডে জমা দিবেন এবঙ সম্পূর্ণ টাকা পি.এফ. এর নামে ব্যাংক একাউন্টে জমা রাখা হইবে। আলোচনায় আরও ঐক্যমত হইলযে, যে সকল ট্যানারীতে প্রভিডেন্ট ফান্ড ট্রাস্টি বোর্ড গঠন, বিধিমালা প্রণয়ন এবং ট্রাস্ট দলিল রেজিস্ট্রি করা হয় নাই, ট্রাস্টি বোর্ডে শ্রমিক পক্ষের সমান সংক্যক প্রতিনিধি নিয়া তাহা অবিলম্বে কার্যকর করা হইবে। কোন শ্রমিক কর্মচারী চাকুরী হইতে ইস্তফা দিলে বরখাস্ত হইলে অথবা যে কোন কারণে চাকুরী চ্যুত হইলে শ্রমিক মালিক উভয়ের কন্ট্রিবিউশন এবং লভ্যাংশসহ হিসাব করিয়া টাকা প্রদান করা হইবে। আরো উল্লেখ্য যে, প্রভিডেন্ট ফান্ডের কোন সদস্য শ্রমিক কর্মচারী মৃত্যুবরণ করিলে ১৫ (পনের) দিনের মধ্যে তাহার উত্তরাধিকারী নমিনীকে মালিক ও শ্রমিক কর্মচারী উভয় পক্ষের কন্ট্রিবিউশন ও লভ্যাংশসহ সম্পূর্ন টাকা প্রদান করা হইবে। প্রভিডেন্ট ফান্ড হইতে ফেরত যোগ্য অগ্রীম দেওয়ার নিয়ম বলবৎ থাকিবে এবং চাকুরীর সময়সীমা ১০ বৎসর উর্ত্তীণ হইলে সদস্যগণ প্রভিডেন্ট ফান্ডে উভয় পক্ষের জমাকৃত টাকার ৮০% টাকা এককালীণ উত্তোলন করিতে পারিবেন (ইহা অফেরত যোগ্য) যাহা তাহার চূড়ান্ত হিসাব হইতে কাটা যাইবে।
দাবী নং-২ হাজারীবাগ থেকে সাভারের হেমায়েতপুওে ট্যানারী শিল্প স্থানান্তর প্রসঙ্গে।
(ক) শ্রমিক কর্মচারীদের চাকুরীর ধারাবাহিকতা ও প্রভিডেন্ট ফান্ডের হিসাবসহ চাকুরী সংক্রান্ত প্রত্যয়নপত্র প্রদান প্রসঙ্গে।
উপরোক্ত বিষয়ে আলোচনায় ঐক্যমত হইল যে, ট্যানারী স্থানান্তর প্রক্রিয়া শুরু হইলে কার্যরত শ্রমিক কর্মচারীদের চাকুরীর প্রত্যয়ন পত্র প্রদান করা হইবে।
(খ) প্রস্তাবিত নতুন চামড়া শিল্পনগরীতে শ্রমিক কর্মচারীদেও জন্য বিভিন্ন জরুরী অবকাঠামো তৈরীর জন্য জায়গা বরাদ্দ ও ত্রি-পক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষর প্রসঙ্গেঃ
উপরোক্ত বিষয়ে আলোচনায় ঐক্যমত হইল যে, বাংলাদেশ ফিনিশড্ লেদার, লেদার গুডস্ এন্ড ফুটওয়্যার এক্সপোটার্স এসোসিয়েশনের পক্ষ হইতে প্রয়োজনীয় এবং কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হইবে।
(গ) শ্রমিক কর্মচারীদের বাসস্থান প্রসঙ্গেঃ
উপরোক্ত বিষয়ে আলোচনায় ঐক্যমত হইল যে, ট্যঅনারী শিল্পের উন্নতির স্বার্থে নতুন চামড়া শিল্প নগরীতে শ্রমিক কর্মচারীদেও বাসস্থানের ব্যব্সথা করা অপরিহার্য বিধায় নতুন চামড়া শিল্প নগরীতে শ্রমিক কর্মচারীদের সাবস্থানের জন্য মালিকগণ স্ব স্ব নামে অথবা যৌথ ভাবে সরকারের নিকট হইতে জমি বরাদ্দ নিবেন। এখানে উল্লেখ্য যে, বরাদ্দকৃত জমি শুধুমাত্র শ্রমিদের বাসস্থান সহ অন্যান্য কল্যাণ মূলক কাজে ব্যবহৃত হইবে।
দাবী নং-৩
(ক) আইন অনুযায়ী শ্রমিক কর্মচারীদের স্থায়ী হিসাবে প্রাপ্য সুযোগ সুবিধা প্রদান করাঃ
উপরোক্ত বিষয়ে আলোচনায় ঐক্যমত হইল যে, পূর্বের চুক্তি ২০০৮ ইং এর আলোকে বিষয়টি বলবৎ থাকিবে এবং নিম্নলিখিত ভাবে কার্যকরী হইবে।
(খ) শ্রমিক কর্মচারীদের শ্রেণী বিন্যাস ও নতুন নিয়োগ প্রসঙ্গেঃ
উপরোক্ত বিষয়ে আলোচনায় ঐক্যমত হইল যে, নতুন নিয়োগের ক্ষেত্রে শম আইন অনুযায়ী শ্রমিকদেও শ্রেণী বিন্যাস ও নিয়োগপ্রত প্রদান করা হইবে।
(গ) সার্ভিস বৃক, পরিচয় পত্র ও হাজিরা কার্ডঃ
উপরোক্ত বিষয়ে আলোচনায় ঐক্যমত হইল যে, স্থায়ী শ্রমিকদের সার্ভিসবৃক প্রদান সহ পূর্বেও চুক্তি ২০০৬ ইং সহ বিভিন্ন সময় সম্পাদিত দ্বি-পক্ষীয় চুক্তি মোতাবেক ট্যানারীতে কার্যরত স্থায়ী অস্থায়ী নির্বিশেষে সমল শ্রমিক কর্মচারীদেরকে হাজিরা কার্ড ও পরিচয় পত্রে অবিলম্বে প্রদান করা হইবে। ( যে ট্যানরাীতে দেওয়া হয় নাই তাদের ক্ষেত্রেও প্রযোজ্য)।
দাবী-৪
(ক) সাপ্তহিক ছুটিঃ
উপরোক্ত বিষয়ে আলোচনায় ঐক্যমত হইল যে, পুরুষ মহিলা নির্বিশেষে ট্যানারী শিল্প প্রতিষ্ঠানে কার্যরত সকল শ্রমিক কর্মচারীকে শ্রম আইন অনুযায়ী সাপ্তহিক ছুটি প্রদান করা হইব।ে প্রকাশ থাকে যে অস্থায়ী শ্রমিক-কর্মচারীদের সাপ্তাহিক ছুটি প্রদান ১লা জুন ২০১০ হইতে বলবত হইবে।
(খ) শ্রমিক প্রতিনিধি নির্বাচনের দিন ছুটি প্রদান প্রসঙ্গেঃ
উপরোক্ত বিষয়টি আপাতত স্থগিত রাখা হইল।
(গ) ছুটি সমূহঃ
উপরোক্ত বিষয়ে আলোচনায় ঐক্যমত হইল যে, সরকার ঘোষিত সকল সাধারণ, জাতীয় ও নির্বাহী আদেশের ছুটি সমূহ, ইউনিয়ন প্রতিষ্ঠা বার্ষিকী ও বার্ষিক সাধারণ সভঅর ছুটি এবং রমজান মাসের ছুটি সহ অন্যান্য ছুটি সমূহ নিম্নরূপে প্রদান করা হইবে। ছুটির তালিকা নিম্নে দেওয়া হইল।
১। সরকার ঘোষিত সাধারণ, জাতীয় ও নির্বাহী আদেশের ছুটির তালিকাঃ
| 
   ক্রমিক নং  | 
  
   দিবস  | 
  
   ধার্যকৃত দিন  | 
 
| 
   ০১।  | 
  
   ২১শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস  | 
  
   ১ দিন  | 
 
| 
   ০২।  | 
  
   ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ)  | 
  
   ১ দিন  | 
 
| 
   ০৩।  | 
  
   ১৭ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্মদিবস  | 
  
   ১ দিন  | 
 
| 
   ০৪।  | 
  
   ২৬ শে মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস  | 
  
   ১ দিন  | 
 
| 
   ০৫।  | 
  
   ১লা বৈশাখ বাংলা নববর্ষ  | 
  
   ১ দিন  | 
 
| 
   ০৬।  | 
  
   ১লা মে মহান মে দিবস  | 
  
   ১ দিন  | 
 
| 
   ০৭।  | 
  
   বুদ্ধ পূর্ণিমা  | 
  
   ১ দিন  | 
 
| 
   ০৮।  | 
  
   শব-ই-বরাত  | 
  
   ১ দিন  | 
 
| 
   ০৯।  | 
  
   জন্মাষ্টমী  | 
  
   ১ দিন  | 
 
| 
   ১০।  | 
  
   ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস  | 
  
   ১ দিন  | 
 
| 
   ১১।  | 
  
   শব-ই-কদর  | 
  
   ১ দিন  | 
 
| 
   ১২।  | 
  
   ঈদ-উল-ফিতর  | 
  
   ৩ দিন  | 
 
| 
   ১৩।  | 
  
   দূর্গাপূজা (দশমী)  | 
  
   ১ দিন  | 
 
| 
   ১৪।  | 
  
   ঈদ-উল-আযহা  | 
  
   ৩ দিন  | 
 
| 
   ১৫।  | 
  
   ১৬ই ডিসেবম্বর বিজয় দিবস  | 
  
   ১ দিন  | 
 
| 
   ১৬।  | 
  
   আশুরা (১০ই মহররম)  | 
  
   ১ দিন  | 
 
| 
   ১৭।  | 
  
   ২৫শে ডিসেম্বর যীশু খ্রিস্টের জন্মদিন  | 
  
   ১ দিন  | 
 
| 
   
  | 
  
   সর্বমোট  | 
  
   ২১ দিন  | 
 
২। ইউনিয়নের প্রতিষ্ঠা বার্ষিকী ও বার্ষিক সাধারণ সভার ছুটি প্রসঙ্গেঃ
পূর্বের চুক্তি ২০০৬ ইং মোতাবেক স্থায়ী অস্থায়ী পুরুষ মহিলা নির্বিশেষে কারখানায় কার্যরত সকল শ্রমিক কর্মচারীগণকে ইউনিয়নের প্রতিষ্ঠা বার্ষিকী (১১ই অক্টোবর) ও বার্ষিক সাধারণ সভা উপলক্ষ্যে (ইউনিয়ন কর্তৃক নির্ধারিত দিনে) স্ব-বেতনে অর্ধবেলা (৪ ঘন্টা) করিয়া ছুটি প্রদান করা হইবে। এখানে উল্লেখ্য যে, সকল শিফটে কার্যরত শ্রমিক কর্মচারীগণ ৪ ঘন্টা ডিউটি ও ৪ ঘন্টা স্ব-বেতনে ছুটি ভোগ করিবেন।
৩। রমজান মাসে ডিউটির সময়সীমাঃ
পূর্বের চুিক্ত ২০০৬ ইং মোতাবেক পবিত্র রমজান মাসে স্থায়ী অস্থায়ী পুরুষ মহিলা নির্বিশেষে বর্তমানে ট্যানারীতে কার্যরত শ্রমিক কর্মচারীদের ডিউটির সময়সীমা পূর্বের মত ৭ (সাত) ঘন্টা বলবৎ থাকিবে।
৪। নৈমিত্তিক, পীড়া ও বাৎসরিক (অর্জিত) ছুটি সমূহঃ
ট্যানারী শিল্প প্রতিষ্ঠানে কার্যরত সকল স্থায়ী শ্রমিক কর্মচারীগণকে ২০০৪ ও ২০০৬ ইং সালের দ্বি-পক্ষীয় চুক্তি ও প্রচলিত শ্রম আইন অনুযায়ী পূর্ণ মজুরীতে নিম্ন লিখিত ছুটি সমূহ প্রদান রকা হইব।ে নৈমিত্তিতক (ক্যাজুয়েল) ছুটি ১০ দিন। পীড়া (মেডিক্যাল) ছুটি ১৪ দিন। বাৎসরিক (এ্যানুয়েল/অর্জিত) ছুটি ১৮ দিন কাজের জন্য ১ দিন।
(ঘ) ছুটি সংক্রান্ত সকল প্রকার অনিয়ম দূর করাঃ
উপরোক্ত বিষয়ে আলোচনায় ঐক্যমত হইল যে, এই ব্যাপারে মালিক ও শ্রমিক উভয় পক্ষ শ্রম আইনের বিধি বিধান মানিয়া চলিবেন।
(ঙ) বোনাস প্রদান প্রসঙ্গেঃ
উপরোক্ত বিষয়ে আলোচনায় ঐক্যমত হইল যে, পূর্বের চুক্তি ২০০৬ ইং মোতাবেক ট্যানারী শিল্প প্রতিষ্ঠানে কার্যরত সকল স্থায়ী শ্রমিক কর্মচারীগণকে ঈদুল ফিতর ও ঈদুল আযহা উপলক্ষ্যে ২ (দুই) মাসের মূল বেতনের সমপরিমাণ টাকা উৎসব বোনাস হিসাবে ঈদের কমপক্ষে সাত দিন পূর্বে প্রদান করা হইবে। (ঈদুল ফিতরে একমাস ও ঈদুল আযহায় এক মাস)। আলোচনায় আরো ঐক্যমত হইল যে, বর্তমানে ট্যানরাী শিল্প প্রতিষ্ঠানে কার্যরত (পুরুষ মহিলা নির্বিশেষে) সকল অস্থায়ী শ্রমিক কর্মচারীগণকে ঈদুল ফিতর ও ঈদুল আযহা উপলক্ষ্যে মোট ৫০ (পঞ্চাশ) দিনের পূর্ণ হাজিরা/মজুরীর সমপরিমাণ টাকা উৎসব বোনাস হিসাবে ঈদের কমপক্ষে সাত দিন পূর্বে প্রদান করা হইবে (ঈদুল ফিতরে ২৫ দিন ও ঈদুল আযহায় ২৫ দিন)। এখানে উল্লেখ্য যে, বোনাস প্রদানের সময় যাদের কার্যকাল ৬ (ছয়) পূর্ণ হইয়াছে তাহারা পূর্ণ বোনাস পাইবে এবং যাদের কার্যকাল ৬ মাসের কম তাহাদেরকে আনুপাতিক হারে বোনাস প্রদান করা হইবে।
(চ) (ছ) নোটিশ পে ও গ্র্যাচুইটিঃ
উপরোক্ত বিষয়ে আলোচনায় ঐক্যমত হইল যে, ট্যানারী শিল্প প্রতিষ্ঠানে কার্যরত কোন শ্রমিক কর্মচারীকে মালিক কর্তৃক টার্মিনেশন/ছাটাই/ডিসমিস ও ডিসচার্জ করা হইলে কিংবা কোন শ্রমিক কর্মচারী চাকুরী হইতে ইস্তফা দিলে পূর্বের চুক্তি ২০০৬ ইং ্এর দাবী নং-১ (এর (চ), (ছ) ধারা ও পূর্বের চুক্তি ২০০৮ ইং এর দাবী নং-২ এর (খ) ধারা মোতাবেক নোটিশ পে ১২০ দিন ও গ্র্যাচুইটির ১ মাস করিয়া প্রদান করা হইবে।
(জ) চাকুরীর হিসাব প্রদান পদ্ধতি প্রসঙ্গেঃ
উপরোক্ত বিষয়ে আলোচনায় ঐক্যমত হইল যে, শ্রমিক কর্মচারীগণ চাকুরী হইতে ইস্তফা দিলে কিঙবা মালিক কর্তৃক টার্মিনেশন/ছাটাই/ডিসমিস ও ডিসচাজ যে ভাবেই চাকুরীচ্যুত হোক উল্লেখিত ম্রমিক কর্মচারীদের পাওনা নোটিশ পে ও গ্র্যাচুইটির হিসাব শ্রম আইন ২০০৬ অনুযায়ী হিসাব করিয়া প্রদান করা হইবে।
(ঝ) গ্রেড উন্নতকরণ ও পদোন্নতি প্রদান প্রসঙ্গেঃ
উপরোক্ত বিষয়ে আলোচনায় ঐক্যমত হইল যে, আপাততত সরকারি গেজেট ও চুক্তি অনুযায়ী প্রচলিত গ্রেড পদ্ধতি বলবৎ থাকিবে।
দাবী নং- ৫
(ক) মহিলা শ্রমিক কর্মচারীদের আইন অনুযায়ী প্রাপ্য সুবিধাদি প্রদান প্রসঙ্গেঃ
উপরোক্ত বিষয়ে আলোচনায় ঐক্যমত হইল যে,পূর্বের দ্বি-পক্ষীয় চুক্তি ২০০৪ ও ২০০৬ ইং মোতাবেক মহিলা শ্রমিক কর্মচারীদের জন্য পৃথক শৌচাগারের ব্যবস্থা সহ প্রচলিত শ্রম আইন অনুযায়ী প্রাপ্য সুবিধাদি প্রদান করা হইবে।
(খ) শিশু শ্রম বন্ধ প্রসঙ্গেঃ
উপরোক্ত বিষয়ে আলোচনায় ঐক্যমত হইল যে, পূর্বের চুক্তি ২০০৬ ইং মোতাবেক ট্যানারী শিল্পে কোন শিশু শ্রমিক নিয়োগ করা হইবে না। অচিরেই ট্যানারী শিল্পকে শিশু শ্রম মুক্ত ঘোষণা করা হইবে।
(গ) পেশাগত স্বাস্থ্য, নিরাপত্তা ও কর্ম পরিবেশ প্রসঙ্গেঃ
উপরোক্ত বিষয়ে আলোচনায় ঐক্যমত হইল যে, পূর্বের চুক্তি ২০০৬ ইং ট্যানারী শিল্পে কার্যরত সকল শ্রমিক কর্মচাীদের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা সু-রক্ষার ব্যাপারে এবং কর্ম পরিবেশ উন্নয়নের জন্য কারখানা কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিবেন।
(ঘ) দূর্ঘটনাজনিত ক্ষতিপূরণ, চিকিৎকার খরচ ও স্ববেতেনে ছুটি প্রদান প্রসঙ্গেঃ
উপরোক্ত বিষয়ে আলোচনায় ঐক্যমত হইল যে, পূর্বের চুক্তি ২০০৬ ইং মোতাবেক কারখানায় কার্যরত স্থায়ী অস্থায়ী পুরুষ মহিলা নির্বিশেষে শ্রমিক কর্মচারীগণ দূর্ঘটনার শিকার হইলে কারখানার মালিক কর্তৃপক্ষ দ্রুত তার চিকিৎসার ব্যবস্থা করিবেন এবং সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত প্রয়েঅজনীয় চিকিৎসার খরচ ও স্ব বেতনে ছুটি প্রদান করা হইবে। ইহা ছাড়া দূর্ঘটনায় শ্রমিক কর্মচারী কোন অঙ্গহীন অথবা মৃত্যু হইলে শ্রম আইন এবং ইউনিয়নের সাথে আলোচনার মাধ্যমে প্রচলিত নিয়ম অনুযায়ী ক্ষতি পূরণ প্রদান করা হইবে।
(ঙ) ক্যান্টিন প্রসঙ্গেঃ
উপরোক্ত বিষয়ে আলোচনায় ঐক্যমত হইল যে, পূর্বের চুক্তি ২০০৬ ইং মোতাবেক ট্যানারীতে কার্যরত শ্রমিক কর্মচারীদের জন্য সাবিসিডি রেটে ক্যান্টিন চালুর ব্যবস্থা করা হইবে।
(চ) গ্রুপ ইন্স্যুরেন্স প্রসঙ্গেঃ
উপরোক্ত বিষয়ে আলোচনায় ঐক্যমত হইল যে, পূর্বের চুক্তি ২০০৬ ইং মোতাবেক ট্যানারী মিল্পে কার্যরত স্তায়ী অস্থায়ী নির্বিশেষে সকল শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে কারখানা কর্তৃপক্ষের উদ্যোগ গ্রুপ ইন্স্যুরেন্স চালু করার প্রয়োজনীয় বব্যস্থা গ্রহণ করা হইবে।
(ছ) অতিরিক্ত কাজের মজুরী প্রসঙ্গেঃ
উপরোক্ত বিষয়ে আলোচনায় ঐক্যমত হইল যে, ট্যানারী শিল্প প্রতিষ্ঠানে কার্যরত শ্রমিক কর্মচারীদের শ্রম আইন অনুযায়ী অতিরিক্ত কাজের মজুরী প্রদান করা হইবে।
(জ) কন্ট্রাক্টরী প্রথা বন্ধ প্রসঙ্গেঃ
উপরোক্ত বিষয়ে আলোচনায় ঐক্যমত হইল যে, পূর্বের চুক্তি ২০০৬ ইং সহ পূর্বে বিভিন্ন সমযে সম্পাদিত চুক্তি মোতাবেক ট্যানারী শিল্পে ক্ট্রাক্টও নিয়োগ এর মাধ্যমে কোন কাজ করানো হইবে না। সর্বত্রই সরাসরি মালিক কর্তৃক শ্রমিক কর্মচারী নিয়োগ করা হইবে। আলোচনায় আরো ঐক্যমত হইল যে, কোথাও কন্ট্রাক্টরী প্রথা চালু থাকিলে তাহা বন্ধ করার ব্যাপারে বাংলাদেশ ফিনিশড্ লেদার, লেদার গুডস্ এন্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স এসোসিয়েশন পদক্ষেপ গ্রহণ করিবেন।
(ঝ) আসবাপত্র সহ ইউনিয়ন অফিস মেরামত জন্য আর্থিক সহায়তা প্রদান প্রসঙ্গেঃ
উপরোক্ত বিষয়ে আলোচনায় ঐক্যমত হইল যে, ইউনিয়নের আসবাবপত্র ক্রয ও ইউনিয়ন অফিস মেরামতের জন্য বাংলাদেশ ফিনশ্ড রেদার, লেদার গুডস্ এন্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স এসোসিয়েশনের পক্ষ হইতে ট্যানারী ওয়ার্কার্স ইউনিয়নকে এককালীণ.. . . . . . . . . . . . . .(. . . . . . . . . . . . . . . .) টাকা প্রদান করা হইবে।
(ঞ) ইউনিয়নের অফিস সেক্রেটারীর বেতন প্রদান প্রসঙ্গেঃ
উপরোক্ত বিষয়টি আপাতত স্থগিত রাখা হইল।
(ট) শ্রমিক কর্মচারীদের প্রাপ্ত অন্যান্য সকল সুবিধাদি বলবৎ রাখা প্রসঙ্গেঃ
উপরোক্ত বিষয়ে আলোচনায় ঐক্যমত হইল যে, পূর্বের চুক্তি (১৯৮৪ হইতে ২০০৮ ইং) মোতাবেক বিগত বৎসর গুলিতে বাংলাদেশ ফিনশিড দোর, লেদার গুডস্ এন্ড ফুটওয়্যাার এক্সপোর্টার্স এসোসিয়েশন ও ট্যানারী ওয়ার্কার্স ইউনিয়ন রেজিঃ নং –বি-১০৩৩ এর মধ্যে সম্পাদিত সকল চুক্তির শর্তাবলী অনুযায়ী যে সকল বিষয়ে মীমাংসা হইয়াছে এবং চুক্তি অনুযায়ী ও হাজারীবাগের ট্যানারী শিল্পে প্রচলিত নিয়ম অনুযায়ী এবং মালিক/কর্তৃপক্ষের সাথে সমঝোতার মাধ্যমে শ্রমিক কর্মচারীগণ আর্থিক সুবিধা সহ যে সকল সুযোগ সুবিধা ভোগ করিয়া আসিতেছেন তাহা বলবৎ (অব্যাহত) থাকিবে।
(ঠ) চুক্তি কার্যকরী প্রসঙ্গেঃ
উপরোক্ত বিষয়ে আলোচনায় ঐক্যমত হইল যে, ট্যানারী ওয়ার্কার্স ইউনিয়ন কর্তৃক পেশকৃত ৫ (পাঁচ) দফা দাবী নামার প্রেক্ষিতে বাংলাদেশ ফিনিশড্ লেদার, লেদার গুডস্ এন্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স এসোসিয়েশনের সাথে সম্পাদিত এই চুক্তি দ্বারা প্রাপ্য সুবিধাদি প্রদান সহ এই চুক্তিনামা ১লা জানুয়ারি ২০১০ ইং হইতে কার্যকরী হইবে এবঙ ইহার মেয়াদ ৩১শে ডিসেম্বর ২০১১ ইং পর্যন্ত বলবৎ থাকিবে। আরো ঐক্যমত হইল যে, চুক্তি স্বাক্ষরের তারিখ হইতে এক মাসে মধ্যে সম্পাদিত চুক্তি সম্পূর্ণ বাস্তবায়ন করা হইবে। এই চুক্তি বাংলাদেশ ফিনিশড্ লেদার, লেদার গুডস্ এনড ফুটওয়্যার এক্সপোর্টসার্স এসোসিয়েশনের অন্তর্ভুক্ত সকল সদস্য ট্যানারীতে কার্যরত শ্রমিক কর্মচারীদের জন্য প্রযোজ্য হইবে। প্রসঙ্গতঃ উল্লেখ্য যে, বাংলাদেশ ফিনিশড্ লেদার, লেদার গুডস্ এন্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স এসোসিয়েশনের সকল সদস্য বৃন্দ (ট্যানারী মালিকগণ) এবং ট্যানারী ওয়ার্কার্স ইউনিয়নের সদস্যগণ চুক্তি সমস্ত শর্তাবলী মানিয়া চলিবেন। আলোচনায় আরো ঐক্যমত হইল যে, ইউনিয়নের পক্ষ হউতে এই চুক্তি শর্তাবলী হাজারীবাগস্থ সকল ট্যানারীতে কার্যকরী/বাস্তবায়ন করার ব্যবস্থা নিলে এসোসিয়েশনের পক্ষ হইতে সর্বাত্নক সহযোগীতা প্রদান করা হইবে। আশা করা যাউতেছে যে, এই চুক্তি বাস্তবায়নের মাধ্যমে ট্যানারী শিল্পে কার্যরত সকল শ্রমিক কর্মচারীগণ স্ব স্ব অর্পিত দায়িত্ব সততা ্ও নিষ্ঠার সাথে পালন করিয়া পণ্যের গুণাগত মান রক্ষা ও উৎপাদন বৃদ্ধিতে সহায়ক ভ’মিকা পালন করিবেন। পাশাপাশি কারখানার মালিক/কর্তৃপক্ষ সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে কর্মপরিবেশ ও মালিক শ্রমিকের সম্পর্কোন্নয়নে বিমেষ ভূমিকা রাখিবেন।
| 
   মালিক পক্ষে উপস্থিত সম্মানীত প্রতিনিধিবৃন্দ  | 
  
   শ্রমিক পক্ষে উপস্থিত সম্মানীত প্রতিনিধিবৃন্দ  | 
 ||
| 
   01|  | 
  
   আলহাজ্ব মোঃ রেজাউল করিম আনসারী চেয়ারম্যান, বিএফএলএলএফইএ ব্যবস্থাপনা পরিচালক, করিম লেদার্স লিঃ  | 
  
   1| 
  | 
  
   আবুল কালাম আজাদ সভাপতি ট্যানারী ওয়ার্কার্স ইউনিয়ন 
  | 
 
| 
   02|  | 
  
   এম. এ. রশীদ ভূইয়া সদস্য, উপদেষ্টা পরিষদ, বিএফএলএলএফইএ ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা হাইড এন্ড স্কীনস, লিঃ  | 
  
   02|  | 
  
   আবদুল মালেক সাধারণ সম্পাদক ট্যানারী ওয়ার্কার্স ইউনিয়ন  | 
 
| 
   03|  | 
  
   মোঃ টিপু সলতান সাবেক চেয়ারম্যান, বিএফএলএলএফইএ পরিচালক, বেঙ্গল রেদার কমপ্লেক্স লিঃ  | 
  
   03|  | 
  
   মোঃ নুরুল ইসলাম সহ-সভাপতি ট্যানারী ওয়ার্কার্স ইউনিয়ন (লেক্সকো লিমিটেড) 
  | 
 
| 
   04|  | 
  
   আবদুল আউয়াল নান্নু সিনিয়র ভাইস চেয়ারম্যান বিএফএলএলএফইএ চেয়ারম্যান, ভুলুয়া ট্যানারী লিঃ  | 
  
   04|  | 
  
   আবুল খায়ের সহ-সভাপতি ট্যানারী ওয়ার্কার্স ইউনিয়ন (এপেক্স ট্যানারী লিঃ) 
  | 
 
| 
   05|  | 
  
   এম. এ. মাজেদ আহ্বায়ক, ট্যানারী শিল্প শ্রমিক উপ-কমিটি নির্বাহী পরিচালক, এপেক্স ট্যানারী লিঃ  | 
  
   05|  | 
  
   আবদুর রাজ্জাক কোষাধ্যক্ষ ট্যানারী ওয়ার্কার্স ইউনিয়ন (এপেক্স ট্যানারী লিঃ) 
  | 
 
| 
   06|  | 
  
   আবুল কালাম আজাদ সদস্য, ট্যানারী শিল্প শ্রমিক উপ-কমিটি ব্যবস্থাপনা পরিচালক, কালাম ব্রাদার্স ট্যানারী লিঃ  | 
  
   06|  | 
  
   টি. এম. লিয়াকত হোসেন সহ-সাধারণ সম্পাদক ট্যানারী ওয়ার্কার্স ইউনিয়ন (ঢাকা হাইউ এন্ড স্কীনস্ লিঃ) 
  | 
 
| 
   07|  | 
  
   রেজাউর রহমান সদস্য, ট্যানারী শিল্প শ্রমিক উপ-কমিটি টেকনিক্যাল ডাইরেক্টর, বে-ট্যানারীজ লিঃ  | 
  
   07|  | 
  
   নূরুল আমিন বাবুল সহ-সম্পাদক ট্যানারী ওয়ার্কার্স ইউনিয়ন (এইচএন্ডএইট লেদার ইন্ডা: লি:) 
  | 
 
| 
   08|  | 
  
   মোক্তার আহমেদ ভূঁইয়া সদস্য, ট্যানারী শিল্প শ্রমিক উপ-কমিটি ব্যবস্থাপনা পরিচালক, মুক্তি ট্যারানী লিঃ  | 
  
   08|  | 
  
   এম. সিরাজ উদ্দিন সহ-সম্পাদক ট্যানারী ওয়ার্কার্স ইউনিয়ন (ঢাকা হাইড এন্ড স্কীনস্ লিঃ) 
  | 
 
| 
   09|  | 
  
   হাজী মোঃ আবুল কাসেম সদস্য, ট্যানারী শিল্প শ্রমিক উপ-কমিটি সত্ত্বাধিকারী, মিতালী ট্যানারী।  | 
  
   09|  | 
  
   হাদিউল ইসলাম সাংগঠনিক সম্পাদক ট্যানারী ওয়ার্কার্স ইউনিয়ন (ফিনিক্স লেদার কমপ্লেক্স লিঃ) 
  | 
 
| 
   
  | 
  
   
  | 
  
   10|  | 
  
   আক্তার হোসেন প্রচার সম্পাদক ট্যানারী ওয়ার্কার্স ইউনিয়ন 
  | 
 
| 
   
  | 
  
   
  | 
  
   11|  | 
  
   মোঃ দেলোয়ার হোসেন সদস্য, কার্যকারী কমিটি ট্যানারী ওয়ার্কার্স ইউনিয়ন (ঢাকা ডাইন্ড এন্ড স্কীনস্ লিঃ)  |